Indiahood-nabobarsho

শুভ বিজয়া দশমী ২০২৪: রইল প্রিয়জনদের পাঠানোর জন্য ৩০ টি শুভেচ্ছা বার্তা

Published on:

shuva bijaya dashami wishes

মা দুর্গা চলে যাচ্ছেন। ফলে আকাশে বাতাসে এখন বিষাদের সুর। আবারও আরও একটা বছরের অপেক্ষা। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই বহু জায়গায় মায়ের বিসর্জন হয়ে গিয়েছে। আবার কিছু বাকি আছে যা আজ রবিবার হচ্ছে। রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে, ছোট বড় গাড়িতে করে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মা দুর্গাকে। ফলে মন খারাপ হওয়ারই কথা। যাইহোক, আজ বিজয়া দশমী। আর দশমীতে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দেওয়ার রীতি রয়েছে হিন্দুধর্মে। এমনিতে চোখের সামনে যিনি বড় থাকেন তাঁকে প্রণাম করা আমাদের সংস্কৃতি। আবার ছোটদের আশীর্বাদ কিংবা সমবয়সীদের সঙ্গে কোলাকুলি করা হয়। তবে অনেকেই আছেন যারা আমাদের নাগালের বাইরে থাকেন, তাঁদের আপনি ছোট বিজয়া দশমীর বার্তা পাঠাতে পারেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে কী বার্তা পাঠাবেন? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠান এভাবে

আপনাকে এবং আপনার পরিবারকে শুভ বিজয়ার শুভেচ্ছা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসুন সকলে মিলে আনন্দ এবং উৎসাহের সঙ্গে বিজয়া দশমীর দিনটি উদযাপন করি।

ঢাকে পড়ল কাঠি, পুজো কাটল জমজমাটি। শুভ বিজয়া।

এই বিজয়া দশমী আগামী দিনে আপনার জন্য প্রচুর সৌভাগ্য ও সাফল্য যেন বয়ে এনে। আপনাকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা।

সকলকে শুভ বিজয়া। মিষ্টিমুখ-আদর-শুভেচ্ছা।

আপনি ও আপনার পরিবার যেন নীরোগ থাকে। সবসময় মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। শুভ বিজয়া।

মা দুর্গার আশীর্বাদে সমস্ত চ্যালেঞ্জকে জয় করার জ্ঞান ও শক্তি যেন থাকে। বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা।

এই উৎসব ঋতুতে আপনাকে বিজয়ার শুভেচ্ছা, আপনার জীবনে সমৃদ্ধি আসুক।

মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের বাজনা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী।

আজ দশমী সিঁদুর খেলা, মায়ের এবার ফেরার পালা, চোখের জলে বিদায় বলা। শুভ বিজয়া দশমী।

মায়ের আশীর্বাদ চিরকাল যেন আপনার উপর বর্ষিত হয়। শুভ বিজয়া।

উৎসবের দিনগুলি কাটুক সুখে, উৎসবের শেষ হোক মিষ্টি মুখে। শুভ বিজয়া উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজয়া দশমী উপলক্ষে যেন আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর এবং আপনার জীবনে ইতিবাচকতায় ভরে উঠুক। শুভ বিজয়া দশমী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group