সহেলি মিত্র, কলকাতাঃ এমনও সম্ভব! সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে দেখে ঠিক এমনই প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। আজ আলোচনা হবে ঝাড়খণ্ডের একটি ঘটনা নিয়ে। ঝাড়খণ্ডের রাস্তা, রেল লাইনে হাতির চলাচল একদম স্বাভাবিক ব্যাপার। তবে এবার এমন এক ঘটনা ঘটেছে যেটিকে সাধারণ ঘটনা বললে ভুল হবে। রেল লাইনের ওপর একটি হাতি সন্তান প্রসব করছিল। আর ঠিক সেই সময় একটি ট্রেনও আসছিল। যথারীতি ট্রেনের চালক হাতির এই অবস্থা দেখেন। এরপর তিনি যা করেন তা সকলের মন ছুঁয়ে গিয়েছে।
ট্র্যাকে অন্তঃসত্ত্বা হাতি দেখে যা করলেন ট্রেন চালক!
ভাইরাল ভিডিওটি ঝাড়খণ্ডের। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব তার টুইটার অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি জঙ্গলে রেললাইনের উপর একটি হাতি তার শাবকের জন্ম দিচ্ছিল। মালগাড়ি চালক এটি দেখে হাতি এবং তার শাবকের নিরাপত্তার জন্য ট্রেন থামিয়ে দেন। তিনি কেবল ট্রেন থামাননি, প্রায় দুই ঘন্টা অপেক্ষাও করেছিলেন। এরপর বাচ্চা হাতিটি নিরাপদে জন্ম নেওয়ার পর, মা এবং শাবকটি ধীরে ধীরে পায়ে হেঁটে জঙ্গলে চলে যায়। এরপর, ট্রেন চালক ট্রেন এগিয়ে আসেন। এই ভিডিও সকলের মন ছুঁয়ে গিয়েছে।
ভাইরাল ভিডিও
জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ ঝাড়খণ্ডের বরকাখানা থেকে হাজারিবাগের দিকে একটি মালগাড়ি এগোচ্ছিল । সেই সময়ে এক বন কর্মীর নজরে পড়ে রেলের ট্র্যাকে এক অন্তঃসত্ত্বা হাতি শুয়ে রয়েছে। তার বুঝতে বাকি থাকে না যে সে সন্তান প্রসবের জন্যই ছটপট করছে। এরপর ওই বনকর্মী তড়িঘড়ি রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হাতিটির কথা জানিয়ে অনুরোধ অরেন মালগাড়িটিকে যেন থামানো হয়। এরপর যেমন কথা তেমন কাজ। রেলের তরফে খবর পেয়েই কয়লা বোঝাই মালগাড়ির চালক ট্রেন ২ ঘণ্টা থামিয়ে দেন।
আরও পড়ুনঃ অ্যাড্রেস প্রুফে মানুষের বদলে ট্রাক্টরের ছবি! ডাকঘর ‘কুত্তাপুর’, আজব কাণ্ড বিহারে
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মুহূর্তটি দেখে বলেন, “মানুষ ও প্রাণীর মধ্যে সংঘর্ষের খবর ছাড়াও, মানুষ ও প্রাণীর সম্পর্ক কীভাবে কাজ করে তার একটি উদাহরণ শেয়ার করতে পেরে আমি আনন্দিত। প্রচেষ্টার এমন হৃদয়গ্রাহী ফলাফল দেখে দারুন লাগছে। ঝাড়খণ্ডের বন কর্মকর্তাদের তাদের সংবেদনশীলতার জন্য বিশেষ কৃতজ্ঞতা, যা হাতিটিকে তার বাচ্চা জন্ম দিতে সাহায্য করেছিল।”
Beyond the news of human-animal conflicts, happy to share this example of human-animal harmonious existence.
A train in Jharkhand waited for two hours as an elephant delivered her calf. The 📹 shows how the two later walked on happily.
Following a whole-of government approach,… pic.twitter.com/BloyChwHq0
— Bhupender Yadav (@byadavbjp) July 9, 2025
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |