স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও

Published on:

goram ghat station

শ্বেতা মিত্রঃ ভারতীয় রেল (Indian Railways) নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বর্তমান সময় ভারতের রেল ব্যবস্থা বেশিরভাগ দেশবাসীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে করেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে। অবশ্যই সাধেই কিন্তু এই তকমাটা দেওয়া হয়নি। বর্তমান সময়ে লাখ, লাখ, কোটি কোটি মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল ব্যবস্থাকেই বেছে নেন। তবে আপনি কি জানেন যে ভারতেই এমন একটি ট্রেন রয়েছে যাকে কিনা স্টেশনে ঢোকার আগে ঘুষ দিতে হয়? এই ঘুষ না দিলে সমস্যার শেষ থাকে না সেটা জানেন? যদি না জেনে থাকেন তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইরাল ভিডিও

রেল যাতে যাত্রীদের আরামে এবং সস্তায় ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবে এবার আচমকাই সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রেল স্টেশনে ট্রেন ঢুকছে। এদিকে যাত্রীরাও দাঁড়িয়ে রয়েছেন সেখানে। তবে এরপর যা হল তা দেখার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিলেন না।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে বাঁদর ট্রেনের সামনে এসে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। এদিকে এহেন দৃশ্য দেখে কিন্তু মোটেও বিচলিত হননি ট্রেনের লোকো পাইলট। তিনি বাঁদরদের লক্ষ্য করে খাবার দিতে শুরু করেন। এরপর বাঁদররাও সেগুলি লুফে নেয়। এদিকে এহেন ভিডিও ভাইরাল হতেই হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঘুষ দিতে হচ্ছে ট্রেনকে

অর্থাৎ বাঁদরদের অঘোষিত নির্দেশ যেন স্টেশনে ঢুকতে হলে ঘুষ হিসেবে খাবার দিতে হবে। তবে স্টেশনে ঢুকতে দেওয়া হবে। ঘটনাস্থল রাজস্থান বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, এটি নাকি রাজস্থানের গোরম ঘাট রেলওয়ে স্টেশনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group