সহেলি মিত্র, কলকাতাঃ সমাজে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিভাবান তো বটে কিন্তু কালের নিয়মে তাঁরা কোনও না কোনওভাবে হারিয়ে যান। বর্তমানের এই ডিজিটাল যুগে চারিদিকে যে কত প্রতিভা রয়েছে সেটি জানা যায়। জানা যায় এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। আজকের এই আর্টিকেলে তেমনই একটি প্রতিভা নিয়ে আলোচনা হবে যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে। বলা হচ্ছে, এ যেন দ্বিতীয় রানু মণ্ডল। আবার কেউ কেউ বলছেন রানু মণ্ডলের থেকেও ভালো গলা।
‘দ্বিতীয় রানু মণ্ডল’-এর ভিডিও ভাইরাল!
ফেসবুকে অনামিকা সরকার শর্মার প্রোফাইলে একটি মহিলার ভিডিও শেয়ার করা হয়েছে। যাকে দেখা যাচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে, হাতে বোতল, গায়ে মলিন কাপড়, অথচ গানের গলা অপূর্ব। বিনা কোনও মিউজিক, কোনও অটো টিউন ছাড়া কারোর গলার গান যে এত সুন্দর হতে পারে তা অনেকের ধারণার বাইরে। ‘বুল বুল পাখি, ময়না, টিয়ে’ গানটি ওই মহিলা এত সুন্দরভাবে গেয়েছেন যে শুনলে আপনারও মন ভরে যাবে। ইতিমধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে।
অনামিকা সরকার শর্মার তরফে আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে মহিলাকে আরও একটি গান গাইতে শোনা যাচ্ছে। বিখ্যাত বলিউড সিনেমা ‘কভি খুশি কভি গাম’ -এর সুরজ হুয়া মাধ্যম গান গাইতে শোনা গিয়েছে ওই মহিলাকে। দাবি করেছেন যে তিনি রায়গঞ্জের বাসিন্দা। এছাড়াও তিনি কলকাতার বিভিন্ন জায়গায় থেকেছেন এবং গান গেয়েছেন।
মিশ্র প্রতিক্রিয়া নেটাগরিকদের
এই ভাইরাল ভিডিও (Viral Video) নিয়ে নানা কথা বলতে শোনা গিয়েছে নেটাগরিকদের। একজন লিখেছেন, ‘অনেক গুণী জন অনেক সময় হারিয়ে যায়! উনার গান শুনে অদ্ভুত এক অনুভূতি হোলো। উনি সুযোগ পেলে হয়তো উন্নতি করতে পারতেন।’ একজন লিখেছেন, ‘প্রতিভা আছে মানতেই হবে,, মিডিয়া চাইলে সম্ভব হবে,, এনাকে একটা সুযোগ করে দেওয়া যায় না..শুভ কামনা রইল তার প্রতি, সত্যি আর কিছু বলার নাই।’ অন্য আরেকজন লিখেছেন, ‘এ তো বেশ গানের অনুরাগী । গলায় সুরও আছে । বিনীত অনুরোধ পারলে ডাক্তারের তত্ত্বাবধানে রেখে একটু চিকিৎসা করিয়ে নিতে পারেন । অহেতুক পরামর্শ দেবার জন্য মাফ চেয়ে নিলাম ।’