শ্বেতা মিত্রঃ বর্তমান সময় ভারতের রেল ব্যবস্থা বেশিরভাগ দেশবাসীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে করেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে। অবশ্যই সাধেই কিন্তু এই তকমাটা দেওয়া হয়নি। বর্তমান সময়ে লাখ, লাখ, কোটি কোটি মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল ব্যবস্থাকেই বেছে নেন। এদিকে রেলও যাতে যাত্রীদের আরামে এবং সস্তায় ভ্রমণের অভিজ্ঞতা দেওয়া যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবে এবার আচমকাই সামাজিক মাধ্যমে এক ভয়ঙ্কর ভিডিও ঘোরাফেরা করতে শুরু করেছে, যা দেখে আপনারও পিলে চমকে যেতে পারে। এখন নিশ্চয়ই ভাবছেন যে ওই ভিডিওতে কী আছে? তাহলে আপনাদের জানিয়ে রাখি এই ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের অন্দরে রয়েছে একটি আস্ত সাপ! হ্যাঁ ঠিকই শুনেছেন।
ট্রেনের ভেতর সাপ
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে পিলে চমকে গিয়েছে সকল মানুষের। এমনিতে বিগত কিছু সময় ধরে বারবার শিরোনামে উঠে আসছে ভারতীয় রেল ব্যবস্থা। কখনো ট্রেন দুর্ঘটনা তো কখনো ট্রেন বাতিল কিংবা কখনো ট্রেন রুট ঘুরিয়ে দেওয়া সাধারণ মানুষের হয়রানি যেন কমতেই চাইছে না। এরই মাঝে ট্রেনের ভেতরে আস্ত একটা সাপকে চলাফেরা করতে দেখা গেল আর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে।
এক নেটিজেনের তরফে ভিডিওটি শেয়ার করা হয়েছে। বলা হয়েছে, জব্বলপুর-মুম্বই গরিব রথ এক্সপ্রেস ট্রেনের এসি জি১৭ কামরায় সাপ। এই ঘটনার পর যাত্রীদের অন্য কামরায় পাঠানো হয় এবং জি ১৭ লক করা হয়। অন্য আরেকজন লেখেন, ‘আমিও একই কোচে ছিলাম। কাসারার আগে ট্রেন থামতেই বাইরে থেকে এসেছিল সাপটি । তবে রেল কর্মীরা দ্রুত সাপটিকে সরিয়ে নিয়ে যান।’
Snake in train! Snake in AC G17 coach of 12187 Jabalpur-Mumbai Garib Rath Express train. Passengers sent to another coach and G17 locked. pic.twitter.com/VYrtDNgIIY
— Rajendra B. Aklekar (@rajtoday) September 22, 2024
তীব্র কটাক্ষ নেটিজেনদের
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের কটাক্ষ বার্তাও উঠে এসেছে। একজন লিখেছেন, ‘স্নেকস অন আ প্লেনের সিক্যুইল স্নেকস অন আ ট্রেন নাকি?’ অন্য একজন লিখেছেন, ‘সাপটি যদি সঠিক টিকিট দেখাতে না পারে তাহলে তাকে জরিমানা করা উচিত। ‘ অন্য আরেকজন লিখেছেন, ‘ভাগ্যিস দিনের বেলা ছিল তাই সাপটিকে চিহ্নিত করা গেল।’