মাত্র ৯ দিনেই ৫ জ্যোতির্লিঙ্গ দর্শন! IRCTC নিয়ে এল কম খরচের প্যাকেজ

Published on:

IRCTC Jyotirlinga Tour

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা পবিত্র জ্যোতির্লিঙ্গ দর্শনের কথা ভাবছেন, তাদের জন্য এবার বিরাট সুখবর। হ্যাঁ, ভারতীয় রেলের ট্যুরিজম শাখা আইআরসিটিসি এবার দারুণ প্যাকেজ নিয়ে হাজির হল। আজ অর্থাৎ 16 আগস্ট থেকে শুরু হচ্ছে বিশেষ ধর্মীয় ভ্রমণ, ফাইভ জ্যোতির্লিঙ্গ দর্শন ট্যুর প্যাকেজ (IRCTC Jyotirlinga Tour), যার মাধ্যমে মাত্র 9 দিনেই দর্শন করা যাবে দেশের পাঁচটি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ।

কোন কোন জ্যোতির্লিঙ্গ দর্শন করা যাবে?

আইআরসিটিসি-এর তরফ থেকে জানানো হয়েছে, এই ভ্রমণে ভক্তরা উজ্জয়নীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বরের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাসিকের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, পুনের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ এবং আওরঙ্গাবাদের ঘৃণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে পাবে। আর এই যাত্রা শুরু হবে নাগপুর থেকে। এখানে ভক্তরা প্রথমে শ্রী স্বামীনারায়ন মন্দির দর্শন করতে পারবেন। 

যাত্রাপথ এবং ট্রেনের ব্যবস্থা

উল্লেখ্য, এই বিশেষ ভ্রমণ সম্পন্ন হবে ভারত গৌরব পর্যটক ট্রেনের মাধ্যমেই। আর এই ভ্রমণের সময়কাল মোট 8 রাত 9 দিন। প্রসঙ্গত, ট্রেনটিতে মোট 630টি আসন থাকবে, যেখানে 228টি স্লিপার ক্লাস, থার্ড এসিতে 350টি এবং সেকেন্ড এসিতে 52টি সিট থাকবে। যাত্রীদের সুবিধার জন্য বোর্ডিং স্টেশন রাখা হয়েছে সেকেন্দ্রাবাদ, কামারেড্ডি, নিজামাবাদ, ধর্মাবাদ, মুদখেদ, নান্দেদ এবং পুরনা। 

ভাড়া কত?

জানা যাচ্ছে, এই ট্রেনের ইকোনমিক ক্লাসে ডাবল শেয়ার বা ট্রিপল শেয়ারের জন্য 14,700 টাকা ভাড়া দিতে হবে, তবে শিশুদের জন্য 13,700 টাকা লাগবে। স্ট্যান্ডার্ড ক্লাসের ডাবল শেয়ারের জন্য 22,900 টাকা, তবে শিশুদের জন্য 21,700 টাকা দিতে হবে। কমফোর্ট ক্লাসের জন্য ডাবল ক্লাসে 29,900 টাকা এবং শিশুদের জন্য 28,400 টাকা ভাড়া দিতে হবে। উল্লেখ্য, এই সফরে ভারত গৌরব ট্রেন 33% ছাড় দিচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ প্রথম দিনেই ১.৪ লক্ষ গাড়িতে FASTag অ্যানুয়াল পাস! আপনি কীভাবে নেবেন দেখুন

বাতিল করার নীতি

তবে এক্ষেত্রে উল্লেখ্য, যাত্রার 15 দিন আগে টিকিট বাতিল করলে 250 টাকা কেটে নেওয়া হবে। আর 8 থেকে 14 দিন আগে বাতিল করলে 25% টাকা কেটে নেওয়া হবে, 4 থেকে 7 দিন আগে যদি টিকিট বাতিল করা হয়, তাহলে 50% টাকা কেটে নেওয়া হবে আর যাত্রার তারিখের 4 দিনের কম সময়ে যদি টিকিট বাতিল করা হয়, তাহলে কোনও অর্থই ফেরত পাওয়া যাবে না। তাই যাত্রীদের জন্য এটি হতে চলেছে একেবারে সেরা সুযোগ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥