দার্জিলিং বা কাশ্মীর নয়! গরমের ছুটিতে কম খরচে পরিবার নিয়ে ঘুরে আসুন কাছের ৬ জায়গায়

Published:

Summer Vacation Trip
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গরম পড়তে না পড়তেই বাঙালীর এখন ঘর ছেড়ে বেরিয়ে পাহাড় বা সমুদ্রের দিকে মন টানছে। কিন্তু সবাই তো আর দার্জিলিং, গ্যাংটক বা কাশ্মীর যেতে পারেন না। খরচ তো বেশিই, আবার সময়ও লাগে বেশি। আর স্কুলের গরমের ছুটি থাকলেও অফিস থেকে তো লম্বা ছুটি পাওয়া সম্ভব হয় না। তাই বলে কি বাড়ি বসেই ছুটি কাটিয়ে দিতে হবে? না এমনটা নয়!

আসলে আমরা এই প্রতিবেদনে জানিয়ে দেব এমন কিছু ঘোরার তালিকা (Summer Vacation Trip), যেখানে আপনি পরিবার নিয়ে মাত্র এক দিনেই ঘুরে আসতে পারবেন, তাও আবার 5000 টাকার মধ্যে। হ্যাঁ, কলকাতা থেকে এই জায়গাগুলিতে যেতে লাগে না খুব একটা বেশি সময়, আবার মন ভরে যাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যে। চলুন দেখে নেওয়া যাক, এরকম কয়েকটি দুর্দান্ত ট্যুর প্লেস।

মন্দারমণি

কলকাতা থেকে দূরত্ব 180 কিলোমিটার। প্রাইভেট গাড়ি বা বাসে মোটামুটি 5 ঘন্টা মত সময় লাগে মন্দারমণি যেতে। এখানকার প্রধান আকর্ষণ সমুদ্র সৈকত ও বিচ ড্রাইভ। মন্দারমণি যেতে গেলে খুব বেশি হলে 3000 টাকা গাড়ি ভাড়া লাগবে। আর এখানে খাবার ও বিচে ঘোরা দিয়ে আর 2000 টাকা অর্থাৎ, মাত্র 5000 টাকার মধ্যে নিরিবিলি, শান্ত পরিবেশে একদিন ঘুরে আসতে পারেন।

শান্তিনিকেতন

কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব মোটামুটি 160 কিলোমিটারের মধ্যে। আর এখানে ট্রেন বা প্রাইভেট গাড়িতে খুব বেশি হলে 4 ঘন্টা সময় লেগে যেতে। আর এখানকার প্রধান আকর্ষণ রবীন্দ্রভবন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর সোনাঝুরি হাট। শান্তিনিকেতন পৌঁছোতে মাথাপিছু ট্রেনে 100 থেকে 150 টাকা ভাড়া লাগে। আর এখানে খাবার ও ঘোরা দিয়ে 2000 টাকা মতো খরচ হবে। তাই গরমের ছুটিতে একদিনে শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশ বা সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন। 

তাজপুর

কলকাতা থেকে তাজপুরের দূরত্ব মোটামুটি 170 কিলোমিটারের মধ্যে। আর এখানকার প্রধান আকর্ষণ শান্ত সমুদ্র, ক্যাম্পিং, প্যারাগ্লাইডিং। যাতায়াত ও খাবার দিয়ে 5000 টাকার মধ্যে একদিনের ট্যুর হয়ে যাবে। আর অল্প খরচে অ্যাডভেঞ্চার আর রিল্যাক্সেশন, দুটোই তাজপুরের মূল আকর্ষণ।

বরানগর-চন্দননগর-শ্রীরামপুর

কলকাতা থেকে মাত্র 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে এই তিনটি স্থান। এখানে রয়েছে ফরাসি স্থাপত্য, হুগলি নদী আর হেরিটেজ বিল্ডিং। লোকাল ট্রেনে খুব সহজেই এই জায়গাগুলোতে যাওয়া যায়। এখানে ট্রেন ভাড়া মাথা পিছু 20 থেকে 30 টাকা। আর খাবার ও ঘোরা দিয়ে 2000 টাকা মতো খরচ হবে। ইতিহাস আর নস্টালজিয়া একসাথে উপভোগ করার জন্য এই জায়গাগুলি একদম পারফেক্ট।

রায়চক

কলকাতা থেকে রায়চকের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে। এখানকার প্রধান আকর্ষণ রিভার ভিউ ও ফোর্ট রিসর্ট এলাকা। যাতায়াত ও খাবার মিলিয়ে 5000 টাকার মধ্যে রায়চক ঘুরে আসা যায়। পরিবার নিয়ে শান্ত নদীর ধারে বসে সময় কাটাতে চাইলে রায়চক নিঃসন্দেহে সেরা বিকল্প। 

আরও পড়ুনঃ বিবাহিত হলেই সোনায় সোহাগা! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে পাবেন ৯২৫০ টাকা

ইকো পার্ক

নিউটাউনের বুকে ইকো পার্কের প্রবেশ মূল্য মাত্র 30 থেকে 50 টাকা। আর এখানে খাবার ও রাইড মিলিয়ে 1000 টাকার মধ্যে ঘোরা হয়ে যায়। এখানকার প্রধান আকর্ষণ 7 ওয়ান্ডারস রেপ্লিকা, নৌকা ভ্রমণ, সাইকেল রাইড আর শিশুদের খেলার জায়গা। বাজেটের মধ্যে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য সুবিধাজনক জায়গা এটি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join