সঙ্গমের এক বছর পর বিয়ে! পশ্চিমবঙ্গেই রয়েছে এমন নিয়ম

Published:

Totopara toto
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে পৃথিবীতে এখনও কিছু জনগোষ্ঠীর চিহ্ন রয়ে গিয়েছে। এই প্রত্যেকটি জনগোষ্ঠীর এক একটা গল্প আছে। আজকের এই প্রতিবেদনে তেমনই একটি উপজাতি ও তাঁদের কিছু আজব রীতি নিয়ে আলোচনা করা হবে যা শুনলে অবাক হবেন আপনিও। আজ কথা হবে ‘টোটো জনগোষ্ঠী’ নিয়ে। সারা পৃথিবীর মধ্যে সবথেকে ছোট জনগোষ্ঠী হলেন এরা। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের ভুটান সীমান্তে একটি পাহাড়ের নিচে এই জনগোষ্ঠীর বসবাস। এদের রীতিনীতি, সংস্কৃতি কিন্তু অনেকটাই আলাদা।

টোটো জনগোষ্ঠী-র আজব বিয়ের রীতি

এই জনগোষ্ঠী মূলত দুই ধরনের দেবতার পুজো করেন। এক হল ইসপা এবং অন্যটি হল ইমা। এখানে মেয়েদের বিয়ের নিয়মও অনেকটাই আলাদা। এখানে মেয়েদের বিয়ে হল মাথায় টিপ পরেন কিন্তু সিঁদুর পরেন না। এছাড়া বিয়ের এক বছর আগে মেয়েকে ছেলের বাড়ি নিয়ে আসা হয়। তারপর বিয়ে হয়। এমনকি এই সময়কালে কারোর কারোর সন্তানও হয়ে যেতে পারে। অর্থাৎ বিয়ের আগেই ছেলে মেয়ে একসঙ্গে এখানে থাকতে পারেন। ‘টোটো জনগোষ্ঠী’-র নিয়ম এমন। বিয়ের জন্য প্যান্ডেল নয়, সুপারি বাগানে বসে বিয়ের আসর। এখানে বিয়ের মন্ত্রও হয় না।

আরও পড়ুনঃ এই বর্ষায় ঘুরে আসুন কেরালা, IRCTC দিচ্ছে সস্তার প্যাকেজ

এই টোটো পাড়া হল এক কথায় ছোট্ট জনপদ। এখানে সোলার প্যানেলে বিদ্যুৎ পরিষেবা আসে। তবে এখানে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে অনেক ঝক্কি পোহাতে হয়। এই টোটো পাড়ায় তেমন যানবাহন পরিষেবা নেই। সকলকে পায়ে হেঁটেই ঘণ্টাখানেক কিংবা আধা ঘণ্টা হেঁটে নিজেদের গন্তব্যে পৌঁছাতে হয়। যাইহোক, এখানে গোষ্ঠী পুজোর দিন বিশাল রান্নাবান্নার আয়োজন করা হয়। আর সবথেকে বেশি যেটা থাকে সেটা হল হাঁড়িয়া বা স্থানীয় ভাষায় যাকে বলে মাড়োয়া। বাচ্চা, বুড়ো, বড় সকলেই এটি খায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join