বাংলার একমাত্র রঙিন পাহাড় রয়েছে বেলপাহাড়িতে, জানুন কীভাবে যাবেন এই সুন্দর জায়গায়

Published on:

belpahari colorful hill

শ্বেতা মিত্র, বেলপাহাড়িঃ বাংলার দুয়ারে এসে হাজির হয়েছে কনকনে শীত। আর এই শীতের আমেজ গায়ে মেখে কমবেশি এখন সকলেই কাছেপিঠে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। আপনিও কি কাছে পিঠে এক দুদিনের জন্য ঘুরতে যেতে চাইছেন? বাজেট কম? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ এমন একটি জায়গা সম্পর্কে খোঁজ দেব যেটি কিনা কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে অবস্থিত। জায়গাটা এতটাই সুন্দর যে এখানে গেলে আপনি ফিরেই হয়তো আসতে চাইবেন না। সর্বোপরি যেখানে গেলে আপনি একদম বিদেশের ফিল পাবেন। বাংলার বুকেই রয়েছে এমন এক জায়গা যেখানে আপনি চিন দেশের ফিল পেতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতার খুব কাছেই রয়েছে ‘রঙিন পাহাড়’

কলকাতার আশেপাশে এমন অনেক জায়গা আছে যেখানে আপনি পাহাড়, লেক, ঝর্না সব একসঙ্গে দেখার সৌভাগ্য লাভ করতে পারেন। আপনি বেলপাহাড়ি, ঘাটশিলা, ঝাড়গ্রাম, বরবিল ইত্যাদি জায়গায় গিয়ে থাকবেন নিশ্চয়ই। কিন্তু কলকাতা থেকে একদম ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে রঙিন পাহাড়, যেখানে গেলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ভাবতে বাধ্য হবেন, বাংলার খুব কাছে এমন জায়গাও রয়েছে! এই জায়গাটা পর্যটনের ভাষায় যাকে বলে ‘ভার্জিন’। খুব কম পর্যটকই আছেন যারা এখানে গিয়েছেন।

কোথায় আছে রঙিন পাহাড়?

এখন নিশ্চয়ই ভাবছেন যে এই রঙিন পাহাড় কোথায় আছে? তাহলে জানিয়ে রাখি, এই রঙিন পাহাড় রয়েছে আপনার, আমার সবার প্ৰিয় বেলপাহাড়িতে। এই রঙিন পাহাড় আপনি ওদলচুঁয়ায় দেখতে পাবেন। এরকম রঙিন পাহাড় আপনি কেবলমাত্র এতদিন ক্যালিফোর্নিয়ার Riverside County বা চিনের Zhangye National Geopark -এ দেখতে পেতেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ট্রেক করে যেতে হবে রঙিন পাহাড়ে

এই রঙিন পাহাড়ে যাওয়া কিন্তু খুব একটা সহজ নয়। এখানে যেতে বলে আপনাকে বেশ ফিট হবে। কারণ ট্রেক করে গেলে তবেই আপনি এই রঙিন পাহাড়ে হাজির হতে পারবেন। এখানে এলে আপনি রঙিন পাথরের সমাহার দেখতে পাবেন। পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে এই জায়গায় যাওয়ার অনুভূতিই এক আলাদা।

কীভাবে যাবেন রঙিন পাহাড়ে?

এখন নিশ্চয়ই ভাবছেন এখানে কীভাবে যাবেন? তাহলে জানিয়ে রাখি, মেদিনীপুর থেকে বেলপাহাড়ির দূরত্ব ৮০ কিমি মতো। ওখান থেকে ১৫ কিমি ওদলচুয়া। এর জন্য আপনি নিজের বাইক বা চার চাকায় চলে যেতে পারেন। এরপর পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে ১ কিমির মতো গেলেই আপনি এই রঙিন পাহাড়ে পৌঁছে যাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group