পারাপার করেছেন হাজারবার, কিন্তু জানেন হাওড়া ব্রিজকে বাংলায় কী বলে?

Published on:

howrah bridge

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আমরা প্রায় প্রতিটি মানুষ রোজ হাওড়া ব্রিজ (Howrah Bridge) দিয়ে যাতায়াত করে থাকি। তবে অনেকেই জানেন না এই ব্রিজের বাংলা নাম কি! এই  হুগলী নদীর উপরে সেতুটি দীর্ঘ দিন ধরে কলকাতা তথা গোটা ভারতের সম্মান বাড়িয়ে চলেছে। কিন্তু এই ঐতিহ্যবাহী সেতুটির বাংলা নাম অনেকের কাছেই আজও অজানা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইংরেজরা এই হাওড়া ব্রিজটি নির্মাণ করে। ইংরেজরা নির্মাণের পরে এই ব্রিজের নাম রাখে নিউ হাওড়া ব্রিজ। শুরুর দিকে এই নাম দিয়েই পরিচিত ছিলো এই ব্রিজটা। কালের সময় নাম পরিবর্তন করা হয়েছে এবং নামের শুরুতে নিউ কথাটা উড়ে গেছে।

হাওড়া ব্রিজের নির্মাণ

সাধারণত এই সেতুটি হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ বন্ধন করে রেখেছে। ১৯৩৬ সালে এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। আর শেষ হয় ১৯৪২ সালে। ১৯৪৩ সালে এই ব্রিজের উপর যান বাহন‌ চলাচল শুরু করা হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হাওড়া ব্রিজকে বাংলায় কী বলে?

১৯৬৫ সালে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নতুন নাম করণ হয় রবীন্দ্র সেতু নামে। তবে দেশ বিদেশে ও সাধারণ মানুষের কাছে আজও এই ব্রিজটি হাওড়া ব্রিজ নামেই পরিচিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group