সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মত বিরাট এক দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলের (Indian Railways) উপর ভরসা করে যাতায়াত করেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই পৌঁছে দেয় এই বিরাট রেলনেটওয়ার্ক, যা শুধু ভ্রমণের মাধ্যম নয়, বরং আবেগ, স্মৃতি ও সাংস্কৃতিক মেলবন্ধনও বটে।
হিসাব বলছে, ভারতীয় রেলের পরিকাঠামো প্রায় ৬৮ হাজার কিলোমিটার পথ জুড়ে বিস্তৃত। আর এই রেল নেটওয়ার্ক দেশের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, ভারতের সর্বাধিক কোচযুক্ত ট্রেন কোনটি? আর সেই প্রশ্নের উত্তরই খুঁজবো আমরা আজকের আর্টিকেলে।
সর্বাধিক কোচযুক্ত যাত্রীবাহী ট্রেন
আসলে ভারতের প্রয়াগরাজ এক্সপ্রেসে সবথেকে বেশি কোচ রয়েছে। হ্যাঁ, এটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে দিল্লির মধ্যে চলাচল করে। জানলে চমকে উঠবেন, এই ট্রেনে মোট ২৪টি কোচ রয়েছে, যা ট্রেনটিকে ভারতের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেনে পরিণত করেছে।
সুত্রে বলছে, এই ট্রেনটি ছয়টি স্টেশনে থামে এবং হাজার হাজার যাত্রীকে প্রতিদিন এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছে দেয়। জনপ্রিয়তার দিক থেকে এই ট্রেনটি ভারতীয় রেলের ব্যস্ত রুটের এক গুরুত্বপূর্ণ ট্রেন।
কীভাবে এত লম্বা হল এই এক্সপ্রেস?
একটু পিছন ঘাটলে আমরা দেখতে পাব, এই ট্রেনটি প্রথম থেকে ২৪টি কোচ নিয়ে যাত্রা শুরু করেনি। প্রথমে ট্রেনের কোচ সংখ্যা ছিল অনেক কম। তবে যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ে। আর তার ফলে প্রয়োজন পড়ে কোচ সংখ্যা বাড়ানোর।
রেলের সূত্র মারফত জানা গেল, ২০১৬ সালের ১৬ই ডিসেম্বর এই ট্রেনের কোচ ছিল ২১টি। তবে কয়েকদিনের মধ্যেই তা বাড়িয়ে করা হয় ২২টি। অবশ্য ২০১৯ সালের ১লা সেপ্টেম্বর এই ট্রেনের কোচ সংখ্যা বাড়িয়ে ২৪টি করা হয়। আর এই কোচ বৃদ্ধি শুধুমাত্র যাত্রীধারণ ক্ষমতা বাড়ায়নি, বরং ট্রেনের গতি ও পরিষেবার মানকেও আরো উন্নত করেছে।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনেই ATM, টাকা তোলা থেকে খরচ, সবই হবে! নয়া ব্যবস্থা রেলের
প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছে ভারতীয় রেল…
প্রয়াগরাজ এক্সপ্রেসের এই উত্থান শুধুমাত্র রেলমন্ত্রকের সিদ্ধান্ত নয়। বরং এটি কারিগরি এবং প্রযুক্তির এক অসাধারণ উদ্যোগ। প্রতিদিন যাত্রীদের চাহিদা বিশ্লেষণ করেই ট্রেনটিতে নতুন কোচ সংযোজন করা হয়েছে। পাশাপাশি পরিষেবার মানও আরো উন্নত করা হয়েছে। আর এর ফলে ট্রেনটি পৌঁছে গিয়েছে দেশের দীর্ঘতম কোচযুক্ত ট্রেনের তালিকায় একদম শীর্ষস্থানে।