সৌভিক মুখার্জী, কলকাতা: বাড়িতে কমবেশি সকলেই তুলসী (Tulsi) গাছ লাগায়। এমনকি তুলসী গাছকে সবাই শুভ ও পবিত্র বলেই মনে করে। তবে তুলসী গাছের অনেক রকম প্রকার রয়েছে। যেমন রামা তুলসী, শ্যামা তুলসী ইত্যাদি। মোটামুটি রাম এবং শ্যামা তুলসী সবথেকে জনপ্রিয়। আর বিশ্বাস করা হয় যে, বাড়িতে তুলসী গাছ থাকলে পরিবারে সুখ-সমৃদ্ধি ফিরে আসে এবং অর্থ উপার্জন বেশি হয়।
বাস্তুশাস্ত্রে কথিত রয়েছে, যে বাড়িতে প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা তুলসীর পুজো করা হয়, সে বাড়িতে কখনও অর্থের অভাব হয় না এবং দুঃখ দেখা দেয় না। তুলসীকে দেবী লক্ষ্মীর এক অনন্যরূপ হিসেবেই পুজো করা হয়। আর বাস্তুশাস্ত্র মতে ঘরে তুলসী গাছ রাখার গুরুত্ব, পূজো এবং এর সাথে সম্পর্কিত নিয়মও রয়েছে।
আগেই বলেছি তুলসী গাছের অনেক রকম প্রকারভেদ রয়েছে। যেমন রাম তুলসী, শ্যামা তুলসী, বন তুলসী, সাদা তুলসী ইত্যাদি। তবে বেশিরভাগ মানুষ দু’টি তুলসী সম্পর্কে জানে। আর তা হল রাম তুলসী এবং শ্যামা তুলসী। তবে প্রত্যেকটি তুলসীই অত্যন্ত শুভ আর তাদের নিজস্ব কিছু গুণাবলীও রয়েছে। আবার এমন কিছু তুলসী রয়েছে, যেগুলি সম্পদ এবং সমৃদ্ধির জন্য বাড়িতে লাগানো বেশি শুভ। জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।
রাম তুলসীর কী উপকারিতা?
দেখুন, রাম তুলসী দেখতে হালকা সবুজ রঙের হয়। আর এটিকে মূলত স্ত্রী তুলসীও বলা হয়। এই তুলসী সাধারণত মিষ্টি হয়। বলা হয় যে, ভগবান রাম এই তুলসীকে খুবই ভালোবাসতেন। বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে রাম তুলসী লাগালে প্রতিদিন পুজো করতে হয়। এতে প্রচুর পরিমাণে ধন-সম্পত্তি বৃদ্ধি পায়, আর অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যায়। এটি ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তিগুলোকেও দূর করে। এমনকি রাম তুলসী থাকলে বাড়িতে কোনওদিন অর্থের অভাব দেখা যায় না আর পরিবারে সুখ শান্তি বজায় থাকে।
শ্যামা তুলসীর কী উপকারিতা?
এবার যদি আমরা শ্যামা তুলসী নিয়ে কথা বলি, তাহলে এটি মূলত হালকা আর বেগুনি পাতা বিশিষ্ট হয়। এই তুলসী সাধারণ তুলসীর থেকে কম মিষ্টি, আর এর ছোট ছোট পাতা হয়। তবে এর আশ্চর্যজনক সব ঔষধি গুণ রয়েছে। এই তুলসী স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। কাশি বা পেটে গন্ডগোল হলে অনেকে এই তুলসী পাতা বেঁটে খায় বা শুধু খেয়ে থাকে। তবে ঔষধি গুণের পাশাপাশি এই তুলসীকে পুজো করলেও বাড়িতে ধন-সম্পত্তি বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ যশোর রোডে পিষে দিল গাড়ি, পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বনগাঁ থানার ASI
কার্তিক মাসে অবশ্যই লাগান তুলসী গাছ
এদিকে বাস্তুশাস্ত্র বলছে, কার্তিক মাসে যদি বাড়িতে তুলসী গাছ লাগান, তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আসে। এটিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। কারণ, কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা হয়। আর তুলসী ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয়। কার্তিক মাসে তুলসী গাছ লাগালে মা লক্ষ্মীও প্রসন্ন হয়। এতে বাড়িতে ধন-সম্পত্তি ভরে ওঠে। বাস্তুশাস্ত্র মতে, বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানো সবথেকে শুভ। কারণ এটা কুবেরের দিক। আর কার্তিক মাসে যদি তুলসী গাছ লাগাতে পারেন, তাহলে সুখ শান্তি নিয়ে আর কোনও চিন্তা করতে হবে না।












