সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সবথেকে ধনী ব্যক্তি (Indian Billionaire) কারা? প্রতি বছরই এই নিয়ে বহু মানুষের মধ্যে কৌতুহল থাকে। আর সেই কৌতূহলের সদুত্তর মিলল 2025 সালের জুলাই মাসে প্রকাশিত ধনী ব্যক্তির তালিকায়।
তবে আগের মতো এবারও শীর্ষস্থান দখল করে রেখেছে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি! কিন্তু তালিকার বাকি অংশে রয়েছে বেশ কিছু চমক। তো চলুন দেখে নেওয়া যাক, ভারতের শীর্ষ 10 জন ধনী ব্যক্তি কারা, তাদের মোট সম্পদের পরিমাণ কত এবং সেই সম্পদের মূল উৎস কী!
মুকেশ আম্বানি
প্রতিবারের মতো এবারও এই তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বর্তমানে তার বয়স 68 এবং তার মোট সম্পদের পরিমাণ 115.3 বিলিয়ন মার্কিন ডলার। সবথেকে বড় ব্যাপার, তিনি বিশ্বের মধ্যে ধনী ব্যক্তির তালিকায় 15 নম্বরে অবস্থান করছেন। আর তিনি এখনো পর্যন্ত এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি, যার 100 বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি রয়েছে। রিটেইল টেলিকম থেকে শুরু করে পেট্রোকেমিক্যালে রয়েছে তার বিরাট দাপট।
গৌতম আদানি
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনকুবের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তার বয়স বর্তমানে 63 এবং তার মোট সম্পত্তির পরিমাণ 67 বিলিয়ন মার্কিন ডলার। তিনিও বিশ্বের ধনকুবেরদের তালিকায় 24 নম্বরে অবস্থান করছেন। দেশের সবথেকে বড় বিমানবন্দর পরিচালকের তকমা রয়েছে তার কোম্পানির নামে।
শিব নাদার
69 বছর বয়সের এই ব্যবসায়ী বর্তমানে ভারতের ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন। তার মোট সম্পত্তির পরিমাণ 38 বিলিয়ন মার্কিন ডলার। আর তার আয়ের মূল উৎস HCL Enterprise। হ্যাঁ, তথ্য প্রযুক্তি জগতের এক অন্যতম পথিকৃৎ এই শিব নাদার। যিনি সম্পত্তির দিক থেকেও সেরা তকমা অর্জন করেছেন।
সবিত্রী জিন্দাল
ভারতের শীর্ষ 10 ধনীর তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে জিন্দাল গ্রুপের চেয়ারম্যান সবিত্রী জিন্দাল। তার বয়স বর্তমানে 75 এবং তাদের মোট সম্পত্তির পরিমাণ 37.3 বিলিয়ন মার্কিন ডলার। এই তালিকায় তিনিই একমাত্র মহিলা বিলিয়নেয়ার হিসেবে তকমা পেয়েছেন।
দিলীপ সাংঘভি
এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে দিলীপ সাংঘভি। তার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে 26.4 বিলিয়ন মার্কিন ডলার। 69 বছর বয়সের এই ব্যবসায়ীর আয়ের মূল উৎস সান ফর্মা। দেশের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্ণধর এই দিলীপ সাংঘভি।
সাইরাস পুনাওয়ালা
তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন সাইরাস পুনাওয়ালা। তার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ 25.1 বিলিয়ন মার্কিন ডলার। 84 বছর বয়সের এই ব্যবসায়ীর আয়ের মূল উৎস সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার মাধ্যমে তিনি এই বিপুল পরিমাণের সম্পত্তি গড়ে তুলেছেন।
কুমার মঙ্গলম বিড়লা
আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। আর সেই গ্রুপের কর্ণধার কুমার মঙ্গলম বিড়লা এই তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে। তার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ 22.2 বিলিয়ন মার্কিন ডলার। তার বয়স বর্তমানে 58। সিমেন্ট থেকে শুরু করে টেক্সটাইল, টেলিকম সহ বহু খাতেই রয়েছে তাদের আধিপত্য।
লক্ষী মিত্তল
বিশ্বের অন্যতম বৃহৎ স্টিল সংস্থা ArcelorMittal-র মালিক লক্ষ্মী মিত্তল। তিনি এখনো পর্যন্ত এই তালিকার অষ্টম স্থান দখল করে রেখেছেন। তার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ 18.7 বিলিয়ন মার্কিন ডলার।
রাধাকিশন দামানি
তালিকার নবম স্থানে রয়েছে 70 বছর বয়সের ব্যবসায়ী রাধাকিশন দামানি। হ্যাঁ, তার আয়ের মূল উৎস DMart। বর্তমানে DMart সুপার মার্কেট চেইনের প্রতিষ্ঠাতা তিনি। আর তার মোট সম্পত্তির পরিমাণ 18.3 বিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুনঃ ভারতীয় লাইসেন্স থাকলেই হবে, এই দেশগুলিতে অনায়াসে চালাতে পারবেন গাড়ি
কুশল পাল সিং
DLF-র চেয়ারম্যান কুশল পাল সিং এবার এই তালিকায় নয়া চমক দিয়েছে। কারণ তিনি দেশের ধনকুবেরদের তালিকায় দশম স্থানে ঢুকে গিয়েছেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 18.1 বিলিয়ন মার্কিন ডলার।
বলে রাখি, রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতে মোট 205 জন বিলিয়নেয়ার রয়েছেন, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। তবে মোট সম্পদের পরিমাণ 954 বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে আবার 941 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। আর এর পেছনে সবথেকে বড় প্রভাব ফেলেছে দুই শীর্ষ ধনকুবেরের শেয়ারের মূল্য পতন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |