‘লেপ কেন লাল হয়’, এর পিছনে রয়েছে শয়ে শয়ে বছরের ইতিহাস! জানেন না অনেকেই

Published on:

lal rang lep

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ কালি পুজো শেষ হবার পরে পরেই আকাশে বাতাসে হালকা শীত শীত ভাব চলে আসে। রাত পেরোলেই সকালে ঘাসের ডগায় কুশায়া লেগে থাকে। বাতাসে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসছে। শীতকাল মানেই প্রতিটা ঘরে ঘরে লেপ, কম্বলের চাহিদা। ফলে লেপ, কম্বলের দোকানে ক্রেতাদের ভিড় লেগে যায়। আর এই সুযোগ হাতছাড়া না করে বিক্রেতারাও নিজের কাজে লেগে যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শীত আসার আগে আগে, মানে হালকা শীতে প্রতিটা ঘরে ঘরে শীতের পোশাকের সাথে সাথে লেপ, কম্বল সবাই রোদে দেয়। ঠিক তেমনি ছেয়ে যায় লেপের দোকান গুলোতে লাল কাপড়ে মোড়ানো তুলো। কারণ লেপ মানেই লাল কাপড়ে ভর্তি তুলো। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন লেপ তৈরিতে সবসময় কেনো লাল কাপড় ব্যবহার করা হয়? এর পিছনের কী কারণ থাকতে পারে? নাকি আছে কোনো গভীর ইতিহাস? আসুন জেনে নি আসলে ঠিক কি করণ এই লাল কাপড়ের।

মুর্শিদাবাদ থেকেই এর প্রচলন

মুর্শিদাবাদের এই শিল্পের নাম ছিল একসময় সর্বত্র। লম্বা আঁশের কার্পাস তুলোর বীজ ছাড়িয়ে লাল রঙে ডুবিয়ে রাখা হতো। তারপর সেগুলো শুকিয়ে ভরে নেওয়া হত মোলায়েম শিল্ক এবং মখমলের মাঝখানে। সেই মখমলের রঙ ছিলো লাল আর সুগন্ধির জন্য আতর ব্যবহার করা হত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মুর্শিদকুলি খাঁয়ের আমল থেকে চলে আসছে লাল লেপ

এখন শুধু লাল রঙের কাপড়ই ব্যবহার করা হয়। মখমলের কাপড় প্রচুর দামের কারণে তা ব্যবহার করা হয়না। কোনো নিয়ম না থাকলেও আজও লেপ বানাতে কারিগরেরা লাল কাপড়ই ব্যবহার করে থাকেন। বাংলা, বিহার, ওড়িশা সহ অবিভক্ত বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁয়ের আমল থেকেই লাল মখমলের কাপড় সেলাই করে লেপ বানানোর রীতি ছিল। পরবর্তীকালে মুর্শিদকুলির কন্যার জামাই নবাব সুজাউদ্দিন সিল্কের কাপড়ে লেপ তৈরি করেন।

নবাবদের রীতি অনুযায়ী লেপের রং লাল

অন্যদিকে বাংলাদেশের ঢাকার লেপ ব্যবসায়ীরা জানান, লেপের এই রঙ নবাবদের রীতি অনুযায়ী। সেখান থেকেই লাল কাপড়ে লেপে তৈরির রীতি চলে এসেছে। এছাড়াও আরও একটি কারণ হল, লেপ সাধারণত ধোয়া যায়না। আর লাল রঙের উপর ময়লা খুব একটা চোখে দেখা যায়না।

তবে এই বিষয়ে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে। অনেকেই আবার মনে করে ইতিহাস বা ঐতিহ্যৈর রীতি কোনোটাই মেনে নয় বরং ব্যবসার খাতিরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য লাল রঙের কাপড় ব্যবহার করা হয়ে থাকে। ফলে দূর থেকে ক্রেতাদের দৃষ্টি পড়ে। যদিও এই তথ্য নিয়েও কোনো নির্দিষ্ট প্রমাণ করা যায়না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group