কলকাতাঃ রতন টাটার (Ratan Tata) উইল সামনে আসার পর শুরু হয়েছে বিতর্ক। উইলে নাম নেই তার ভাই নোয়েলের। কিন্তু, কেনো এমন সিদ্ধান্ত রতন টাটার? একজন মানুষ হিসেবে রতন টাটা এতো ভালো হবার পরেও তার উইলে নাম নেই তার ভাই নোয়েল টাটার?
টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা
টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা। কিন্তু রতন টাটা তাকে তার ১০ হাজার কোটি টাকার সম্পদের এক ভাগও দেননি তার ভাই নোয়েল টাটাকে। যেখানে রতন টাটা তার অন্য ভাইবোন, গৃহ সহযোগী থেকে শুরু করে সহকারী শান্তনু নাইডু এমনকি তার পালিত কুকুর জার্মান শেফার্ড টিটোকেও সেই সম্পত্তির ভাগ দিয়েছেন। তার উইলে এই সবাই ভাগ পেয়েও অংশিদার হননি ভাই নোয়েল টাটা।
টাটা গ্রুপে নোয়েল টাটা
৬৭ বছর বয়সি নোয়েল টাটার বিভিন্ন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন গত চার বছর ধরে। নোয়েল টাটা বর্তমানে টাটা ট্রাস্টের চেয়ারম্যান এবং সাথে সামলাচ্ছেন টাটার অনেক গুরুত্বপূর্ণ পোস্ট। তিনি এখন টাটা ট্রান্টের চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনেরও চেয়ারম্যান সাথে টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। কিন্তু এইখানেই রয়েছে আসল গল্প। রতন টাটার সাথে তার ভাই নোয়েল টাটার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ভাই নোয়েলের অভিজ্ঞতা নিয়ে রতন টাটার মধ্যে ছিলো অনেক সংশয়। রতন টাটা তার ভাই নোয়েলকে টাটার কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করার সমর্থনই করেননি কোনদিনও।
রতন টাটার সম্পত্তি
রতন টাটার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে আলিবাগে সমুদ্র সৈকতে ২ হাজার বর্গফুটের একটি বাংলো। মুম্বাইয়ে জুহু তারা রোডে একটি দ্বিতল বাংলো বাড়ি। ৩৫০ কোটি টাকার বেশি স্থায়ী আমানত। তবে একেই বলে ভাগ্য! যেখানে রতন টাটা নিজে তার সম্পত্তিতে তার ভাইয়ের নাম উল্লেখ করেন নি, সেই ভাইয়ের হাতেই আছে গোটা টাটা গোষ্ঠীর দায়িত্ব। তবে কী নোয়েল টাটা গ্রুপের এত দায়িত্বে আছেন বলেই কী রতন টাটার উইলে তার ভাইয়ের নাম লেখেননি?