ভারতীয় লাইসেন্স থাকলেই হবে, এই দেশগুলিতে অনায়াসে চালাতে পারবেন গাড়ি

Published on:

Indian Driving License

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার কাছে যদি বৈধ ভারতীয় ড্রাইভিং লাইসেন্স (Indian Driving License) থাকে, তাহলেই বাজিমাত! হ্যাঁ, আপনি যদি ঘুরতে ভালোবাসেন, তাহলে রয়েছে চমক। কারণ বিশ্বের এমন কিছু দেশ রয়েছে, যেখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দিয়েই আপনি অনায়াসে রোড ট্রিপে বেরিয়ে যেতে পারবেন, কোনোরকম পরীক্ষা ছাড়াই। কিন্তু কোন কোন দেশের কথা বলছি আমরা? চলুন জেনে নিই আজকের প্রতিবেদনে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিউজিল্যান্ড

সবুজ উপত্যকা, হ্রদের ধারে ঝকঝকে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ছোট্ট দেশটি। এখানে আপনি এক বছর পর্যন্ত ভারতীয় লাইসেন্সের মাধ্যমে গাড়ি চালাতে পারবেন। তবে শর্ত একটাই, লাইসেন্স ইংরেজিতে লেখা হতে হবে, আর আপনার বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। তবে জানিয়ে রাখি, নিউজিল্যান্ডেও গাড়ি বাঁদিক দিয়ে চলে। তাই ভারতীয়দের জন্য সুবিধা।

সিঙ্গাপুর

ছোট্ট সুসজ্জিত এই শহর রাষ্ট্রে আপনি এক বছর পর্যন্ত ভারতীয় ড্রাইভিং লাইসেন্স দিয়েই অনায়াসে রোড ট্রিপ করতে পারবেন। তবে জানিয়ে রাখি, লাইসেন্সটি ইংরেজিতে লেখা হতে হবে। আর যদি না থাকে, তাহলে IDP লাগবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অস্ট্রেলিয়া

গ্রেট ওশেন রোডের মতো স্বপ্নের ড্রাইভ রোডে গাড়ি চালাতে সবাই চায়। তাই আপনিও বেরিয়ে পড়তে পারেন ভারতীয় লাইসেন্স হাতে রেখে। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার কিছু কিছু রাজ্যেই একমাত্র ভারতীয় লাইসেন্স বৈধ। আর সেগুলি হল—নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি।

দক্ষিণ আফ্রিকা

সাফারি থেকে শুরু করে সমুদ্রের ধারে রাইড, দক্ষিণ আফ্রিকা ভ্রমণ পিপাসুদের কাছে একেবারে অ্যাডভেঞ্চারের দেশ। তাই যদি আপনার লাইসেন্স ইংরেজিতে লেখা হয়ে থাকে এবং আপনি যদি গাড়ি চালাতে ভালোবাসেন, তাহলে ভারতীয় লাইসেন্স দিয়েই এখানে রোড ট্রিপে বেরিয়ে পড়তে পারেন।

যুক্তরাজ্য

ইংল্যান্ড বলুন বা স্কটল্যান্ড বা ওয়েলস, যেখানে ইচ্ছা আপনি ভারতীয় লাইসেন্সের মাধ্যমে ড্রাইভ করতে পারবেন। তবে শর্ত রয়েছে কিছু। আপনার লাইসেন্সে যে ধরনের গাড়ি চালানোর অনুমতি রয়েছে, একমাত্র সেই গাড়িগুলিই চালাতে পারবেন এবং এক বছর পর্যন্ত এই লাইসেন্স বৈধ থাকবে। 

সুইডেন

সুইডেনে আপনি ড্রাইভ করতে চাইলে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সই ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, লাইসেন্সে ইংরেজি, জার্মানি, ফরাসি বা নরওয়েজিয়ান, যেকোনো একটি ভাষা থাকতে হবে। 

সুইজারল্যান্ড

চকলেট, পাহাড় আর হ্রদের দেশ সুইজারল্যান্ড। আর আপনি এখানে ভারতীয় লাইসেন্সের মাধ্যমে এক বছর অনায়াসে গাড়ি চালাতে পারবেন। তবে আপনার লাইসেন্স ইংরেজিতে লেখা থাকতে হবে। এমনকি গাড়ি ভাড়া করেও ড্রাইভ করতে পারবেন। বরফে ঢাকা রাস্তায় ড্রাইভ করার অভিজ্ঞতা সত্যিই কল্পনা করা যায় না।

আরও পড়ুনঃ দুই কাকের ঝগড়ায় নাজেহাল রেল! ৪ ঘণ্টা দাঁড়িয়ে রইল এক্সপ্রেস ট্রেন, বিপাকে যাত্রীরা

স্পেন

চকচকে রাস্তায় যদি ড্রাইভ করতে চান, তাহলে স্পেন হতে পারে এক্কেবারে সেরা বিকল্প। কারণ এখানে আপনি ভারতীয় লাইসেন্স দিয়েই অনায়াসে গাড়ি চালাতে পারবেন। তবে গাড়ি চালাতে গেলে রেসিডেন্স রেজিস্ট্রেশন করতে হবে। আর স্প্যানিশ রোড সাইন একটু ঝালিয়ে নিলে সবথেকে বেটার হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group