আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট, এবার ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে ৫৮ দেশ

Published on:

Visa Free Country

সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্রমণপ্রেমীদের মাথায় একটাই চিন্তা – ভিসার ঝামেলা। কোথাও ঘুরতে যাওয়ার আগে কাগজপত্র জমা দেওয়া, ইন্টারভিউ, অপেক্ষা, অনুমোদন, সবকিছুর জন্যই ঝামেলা পোহাতে হতো এতদিন। কিন্তু এবার সেই চিন্তার দিন একপ্রকার শেষ হলো। সূত্রের খবর, ভারতীয় পাসপোর্টধারীরা এখন ভিসা ছাড়াই (Visa Free Country) ঘুরতে পারবে বিশ্বের 58 টি দেশে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। এই দেশগুলিতে বেড়াতে যাওয়ার জন্য আলাদা করে ভিসা জোগাড়ের কোনও প্রয়োজন নেই। যখন ইচ্ছা প্লেনে উঠে বেরিয়ে পড়া যাবে নতুন দেশের উদ্দেশ্যে।

আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট

2025 সালের Henley Passport Index-র রিপোর্ট অনুযায়ী ভারত পাসপোর্ট র‍্যাঙ্কিং-এ 81 তম। যদিও এই র‍্যাঙ্কিং খুব একটা নজরকাড়া নয়। তবে 58 টি দেশে ভিসা মুক্ত যাতায়াত নিঃসন্দেহে ভারতীয় পাসপোর্টের মূল্যকে সেরাদের কাতারে নিয়ে গিয়েছে।

কোন কোন দেশে ভিসা ছাড়া ঘোরা যাবে?

ভিসা মুক্ত দেশের তালিকায় রয়েছে অনেকের স্বপ্নের গন্তব্য। থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার, মরিশাস, মালদ্বীপ এসব দেশে তো ভিসা ছাড়া অনায়াসে বেড়াতে যেতে পারবেন। সমুদ্রের ধারে নারকেলের জল খাওয়া বলুন বা সাদা বালির সৈকতে অলস সময় কাটানো, সবই এখন হাতের মুঠোয়। এছাড়া ভুটান, নেপাল, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিও রয়েছে ভিসা মুক্ত দেশের তালিকায়। প্রাচীন মন্দির, পাহাড়ি ট্র্যাকিং আর সুস্বাদু খাবারের অভিজ্ঞতা, এখন সবই মিলবে ভিসার ঝামেলা ছাড়াই।

ভিসা ফ্রি দেশের তালিকা

আমরা প্রথমেই বলেছি, মোট 58 টি দেশে ভিসা ছাড়া ঘোরে যাবে। আর সেই দেশগুলি হল- তানজানিয়া, থাইল্যান্ড, আঙ্গোলা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, মালদ্বীপ, কেপ ভার্দে, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাতি,মালয়েশিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া, মঙ্গোলিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, নেপাল, নিউয়ে, পালাউ, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, লাওস, ম্যাকাও, মাদাগাস্কার, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, বানুয়াতু, জিম্বাবুয়ে মার্শাল আইল্যান্ডস, ও কম্বোডিয়া।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ আপন প্রাণ বাঁচা! চাপে পড়ে পাকিস্তানকে ভুলল বাংলাদেশ, অনুসরণ ভারতের পথ

ভিসা ফ্রি মানেই ঝামেলা শেষ?

এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, ভিসা লাগবে না, তাহলে কি পাসপোর্ট নিয়ে বেরিয়ে পরলেই হয়ে যাবে? না, বিষয়টা ঠিক সেরকম নয়। কিছু দেশে হয়তো অন-অ্যারাইভাল ভিসা লাগতে পারে, আবার কিছু জায়গায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনও লাগতে পারে। তাই কোথাও বেরোনোর আগে অবশ্যই সেই দেশের সমস্ত নিয়মকানুন ও আপডেট জেনে তাই বাড়ি থেকে বের হন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥