সৌভিক মুখার্জী, কলকাতা: সন্তানকে বড় করা যুদ্ধের চেয়ে কম কিছু নয়! হ্যাঁ, এই মন্তব্যের জেরে এখন তোলপার সোশ্যাল মিডিয়া। মুম্বাইয়ের বাসিন্দা অঙ্কুর ঝাভেরি সম্প্রতি নিজের লিঙ্কডইনে একটি পোস্ট (Viral Post) করেছেন। আর সেখানে তিনি সন্তানের পড়াশোনা ও প্রতিপালনের বর্তমান খরচ নিয়ে হাহাকার করেন। সেই পোস্টে উঠে এসেছে এমন এক তথ্য, যা আজকের দিনের তরুণ বাবা-মায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
এক সন্তানের পিছনে খরচ জানলে চমকে উঠবেন
অঙ্কুর ওই পোস্টে লিখেছেন, আমি কোনোদিন ভাবিনি, ভারতে সন্তান প্রতিপালন ঠিক এতটাই ব্যয়বহুল হতে পারে। সম্প্রতি আমার এক আত্মীয়র সঙ্গে দেখা হয়েছে। তিনি একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করেন। তার কাছ থেকে সন্তান প্রতিপালনের খরচ শুনে আমার চক্ষু চড়কগাছে উঠেছে।
তিনি বলেছেন, শুধুমাত্র স্কুল ফি বছরে 7 থেকে নয় 9 লক্ষ টাকা! বই, ইউনিফর্ম, প্রাইভেট টিউশন দিয়ে 2 থেকে 4 লক্ষ টাকা, এমনকি ক্লাসের বাইরের অ্যাক্টিভিটি, জামাকাপড়, জন্মদিন ইত্যাদি দিয়ে 1 থেকে 2 লক্ষ টাকা খরচ! অর্থাৎ, সবমিলিয়ে বছরে প্রায় একটি সন্তানের পিছনে 13 লক্ষ টাকা খরচ।
তার কথায়, যদি সন্তানের প্রতিপালনের আমার 30%-ও খরচ হয়, তাহলে অন্তত আমার 43 থেকে 44 লক্ষ টাকা ইনকাম দরকার। আর ট্যাক্স ধরে সেই পরিমাণ দাঁড়াবে 55 থেকে 60 লক্ষ টাকা। এ তো মাত্র একজন সন্তানের খরচ, আর যদি দ্বিতীয় সন্তান হয়, তাহলে তো কোন কথাই নেই।
আরও পড়ুনঃ পিছন থেকে ছুরি! চীন-পাকিস্তান ছাড়াও ভারতের বিরুদ্ধে নীরবে ষড়যন্ত্র আঁটছে এই মুসলিম দেশ
সোশ্যাল মিডিয়ায় উঠছে ঝড়
অঙ্কুরের এই পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নিজের অভিজ্ঞতা শেয়ার করে কেউ লেখেন, স্কুল ফি প্রতিবছর দ্বিগুণ হারে বাড়ছে। একজন বলেন, যদি 7 থেকে 9 লক্ষ টাকা দিয়ে বাচ্চাকে টিউশন দিতে হয়, তাহলে স্কুল কী করছে? এমনকি কেউ কেউ বলছে, আজকের দিনে যা খরচ, ভবিষ্যতে বিদেশে পড়ানো দুষ্কর হয়ে পড়বে।
কেউ কেউ বলছে, আবার CBSE বা ICSE স্কুলের ফি অনেক কম হয়। তবে অঙ্কুর জানিয়েছেন যে, আজকালকার দিনে বাবা-মায়েরা সবথেকে ভালোটা দিতে চান সন্তানদের জন্য। সবাই প্রিমিয়াম স্কুলে ভর্তির জন্যই ছুটছে, যাতে কেউ পিছে না পারে। এমনকি ICSE স্কুলেও আজকাল ভর্তি করা খুব দুষ্কর।