সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ আরো একধাপ এগিয়ে গেল। Kinet Rail Solutions, যা ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত একটি সংস্থা। এবার তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) কাছ থেকে 500 কোটি টাকার ঋণের আবেদন জানিয়েছে। কিন্তু কেন? আসলে এই ঋণের মূল উদ্দেশ্য হল নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন নির্মাণের জন্য মূলধন সংগ্রহ করা।
বেশ কিছু সূত্র বলছে, Kinet Rail Solutions সংস্থাটির মালিকানা তিনটি যৌথ প্রতিষ্ঠানের হাতে রয়েছে। প্রথমত Rail Vikas Nigam Ltd (RVNL) এর 25% শেয়ার দখল করে রেখেছে, দ্বিতীয়ত Metrowagonmash (রাশিয়া) 70% শেয়ার দখল করে রেখেছে এবং Locomotive Electronic Systems এর প্রায় 5% শেয়ার দখল করে রেখেছে।
নতুন কারখানায় 2026 থেকে ট্রেন উৎপাদন শুরু
রেলের সূত্র মারফত জানা গিয়েছে, 2026 সাল থেকে মহারাষ্ট্রের লাতুরে Kinet Rail Solutions-এর নতুন কারখানায় ট্রেন তৈরির কাজ শুরু হচ্ছে। যদিও 2023 সালে সংস্থাটি ইতিমধ্যেই 120টি বন্দে ভারত ট্রেন নির্মাণের জন্য চুক্তি সেরেছিল। এবার সেই প্রকল্পের কাজে হাত লাগাতে এই ঋণের প্রয়োজন।
কেন PNB-এর কাছ থেকে ঋণ নিচ্ছে?
Kinet Rail Solutions ইতিমধ্যেই 2025 সালের শুরুতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আলোচনা সেরেছে। মূলত প্রকল্পের প্রাথমিক ধাপের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এবার সেই ঋণ সেতু আর্থিক সহায়তা হিসেবেই গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভারতীয় রেল বা RVNL থেকে চূড়ান্ত অর্থ অনুমোদন পাওয়া যাচ্ছে।
200টি নতুন বন্দে ভারত, 100টি অমৃত ভারত
ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় বাজেট 2025-26 কে অসাধারণ বলেই আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, আগামী দুই থেকে তিন বছরে ভারতীয় রেলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জানা যাচ্ছে, নতুন 200টি বন্দে ভারত ট্রেন, 100টি অমৃত ভারত ট্রেন, 500টি নামো ভারত র্যাপিড রেল এবং 17,500 টি নতুন নন-এসি সাধারণ কোচ তৈরি করা হবে। ভারতীয় রেল পরিকাঠামোকে উন্নত করতে ইতিমধ্যেই 2 লক্ষ 52 হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি।
আরও পড়ুনঃ ‘রাজ্য সরকারের গল্পে কর্ণপাতই করেনি সুপ্রিম কোর্ট!’ DA মামলায় কর্মীদের বুকে এল জল
ভবিষ্যৎ সম্ভাবনা
এখন যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঋণ অনুমোদন করে তাহলে ভারতে বন্দে ভারত ট্রেনের উৎপাদন দ্রুত গতিতে বাড়বে। পাশাপাশি নতুন ট্রেনগুলি আরো আরামদায়ক এবং প্রযুক্তিগতভাবে উন্নত পরিষেবা দেবে। এছাড়া ভারতীয় রেল দ্রুত সম্প্রসারিত হবে এবং যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাও আরও উন্নত হবে। তাই ঋণ প্রক্রিয়া সফল হলে 2026 সাল থেকেই ভারতীয় রেল এক নতুন যুগে প্রবেশ করবে, যেখানে আধুনিক ট্রেন পরিষেবা সাধারণ মানুষের জন্য আরো সহজলভ্য হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |