একবার পেমেন্টেই ২০০ বার অবাধে যাতায়াত! FASTag পাস চালুর ঘোষণা, লাগবে মাত্র …

Published:

FASTag Annual Pass
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: টোল প্লাজা নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মধ্যে অভিযোগ জমে ছিল! হ্যাঁ, অনেকেই টোল প্লাজাকে ঝঞ্ঝাটমুক্ত ও খরচ কমানোর দাবি জানিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই দাবি পূরণ করল কেন্দ্র সরকার! জানা গেল, এবার মাত্র 3000 টাকা খরচ করেই আপনি 200 বার যেকোনো সড়কে সফর করতে পারবেন! এমনকি আগামী 15 আগস্ট থেকেই চালু হচ্ছে এই FASTag Annual Pass। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি।

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

এদিন এক্স হ্যান্ডেলের একটি পোস্টে নিতিন গড়করি লিখেছেন, এবার ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। 3000 টাকার বদলে FASTag ভিত্তিক বার্ষিক পাস চালু করা হচ্ছে। আগামী 15 আগস্ট থেকেই এই পাস কার্যকর হবে। আর এই পাস এক বছরের জন্য বৈধ থাকবে, যেখানে 200টি যাত্রা সম্পূর্ণ নিখরচায় করা যাবে।

বলে রাখি, এই পাস শুধুমাত্র বেসরকারি গাড়ির জন্যই চালু করা হয়েছে। যেমন প্রাইভেট কার, জিপ, ভ্যান ইত্যাদি। আর এই পাস ব্যবহারের ফলে দেশ জুড়ে জাতীয় সড়কে অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী।

অ্যাপ এবং ওয়েবসাইটেও মিলবে পরিষেবা

এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, FASTag Annual Pass চালু করার জন্য শীঘ্রই রাজমার্গ যাত্রা অ্যাপ ও NHAI/MORTH-র সরকারি ওয়েবসাইটে আলাদা আলাদা লিংক চালু করা হবে। আর এতে গোটা প্রক্রিয়া হবে নির্ঝঞ্ঝাট এবং ঝামেলা মুক্ত। 

আরও পড়ুনঃ স্বয়ংক্রিয় দরজা, উন্নত কোচ! বাংলায় চলে এল প্রথম AC লোকাল, কোন রুটে চলবে?

বলে রাখি, আগে জাতীয় সড়কে 60 কিলোমিটারের মধ্যে একাধিক টোল প্লাজা পড়লে বারবার টোল ফি দিতে হত। আর এবার এই অ্যানুয়াল পাস সেই সমস্যাকে দূর করবে। একবার পেমেন্ট করলেই সারা বছর বা 200 বার ঝঞ্ঝাটমুক্ত ভাবে যাতায়াত করা যাবে। আর এই নয়া পলিসির মাধ্যমে টোল প্লাজাগুলিতে যানজট এবং ঝামেলা অনেকটাই কমবে। পাশাপাশি সাধারণ মানুষ উপকৃত হব বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join