পোস্ট অফিসেই মিলবে পরিষেবা, বদলে যাচ্ছে পাসপোর্টের ৫ নিয়ম

Published:

Indian Passport
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পাসপোর্টের উপর নির্ভর করে দেশ-বিদেশ ঘুরে বেড়াতেন? তাহলে আপনার জন্য রইল দারুণ আপডেট। কারণ, 2025 সালে ভারতীয় পাসপোর্টে (Indian Passport) আসছে বিরাট পরিবর্তন। হ্যাঁ, এবার চালু হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট 2.0। এবার আধুনিক প্রযুক্তি, উন্নতি নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তিকে সাথে রেখে নয়া উচ্চতায় পৌঁছচ্ছে ভারত।

তবে জানিয়ে রাখি, নতুন পাসপোর্টে লাগানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এক বিশেষ চিপ, তেমনই রয়েছে গোপনীয়তা রক্ষার জন্য কিছু বড়সড় ফিচার। তবে হ্যাঁ, এই নতুন পাসপোর্টে এমন পাঁচটি বদল এসেছে, যা আগেভাগেই জেনে নেওয়া জরুরী। তো চলুন জেনে নেওয়া যাক, নতুন পাসপোর্টে কী কী পরিবর্তন আসছে।

চালু হচ্ছে ই-পাসপোর্ট

2025 সাল থেকে ধাপে ধাপে ভারতের বিভিন্ন শহরের চিপ যুক্ত ই-পাসপোর্ট চালু হচ্ছে। সূত্র বলছে, গোয়া, রাঁচির মতো শহরে ইতিমধ্যেই ই-পাসপোর্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই পাসপোর্টে থাকবে RFID চিপ এবং ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখার জন্য কিউআর কোড।

তবে হ্যাঁ, এই পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া হবে আরও দ্রুত এবং নিরাপদ। পাশাপাশি পরিচয় চুরির মতো জালিয়াতি অনেক অংশেই কমবে। তবে হ্যাঁ, বর্তমান পাসপোর্টধারীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া লাগবে না। নতুন আবেদন করার সময় ই-পাসপোর্টের সুবিধা নেওয়া যাবে।

বাধ্যতামূলক জন্মসংসাপত্র

যাদের জন্ম 1 অক্টোবর, 2023-র পর, তাদের পাসপোর্টে আবেদন করার জন্য এবার জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক জমা দিতে হবে। তবে হ্যাঁ, এই শংসাপত্র হতে হবে Registrar of Births and Deaths বা নির্দিষ্ট কোনও সরকারি কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা। আর যাদের জন্ম 1 অক্টোবরের আগে, তারা আগের মতোই আধার কার্ড, প্যান কার্ড বা স্কুল সার্টিফিকেট ব্যবহার করতে পারবে। 

পাসপোর্ট থেকে উধাও হচ্ছে ঠিকানা

পাসপোর্টের শেষ পাতায় এতদিন গ্রাহকের নিজের ঠিকানা দেওয়া থাকতো। তবে এখন আর তা থাকছে না। ঠিকানার তথ্য থাকবে এবার স্ক্যানযোগ্য কিউআর কোডে। কেবলমাত্র ইমিগ্রেশনের সময় আধিকারিকরাই সেই তথ্য দেখতে পাবেন। আর এর ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত ও গোপনীয় থাকবে।

থাকছে না বাবা-মায়ের নাম

এবার থেকে নতুন ইস্যু করা পাসপোর্টে আর বাবা-মায়ের নাম থাকবে না। আর এটি মূলত পারিবারিক পরিস্থিতির কথা মাথায় রেখেই নেওয়া একটি উদ্যোগ। যাদের সিঙ্গেল প্যারেন্ট পরিবার বা যাদের পরিবার বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাদের জন্য এই নিয়ম কাজে আসবে। আর এতে আবেদন প্রক্রিয়াও হবে আরও সহজ ও ব্যক্তিগত পরিস্থিতি মানানসই থাকবে।

আরও পড়ুনঃ সর্বশক্তি দিয়ে হবে কামব্যাক, ৮ বিদেশিকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল! দেখে নিন তালিকা

158 টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র

সরকার এবার ঘোষণা করেছে, পাসপোর্ট পরিষেবার সুযোগ আরও বাড়ানোর জন্য 2025 সালের মধ্যে 442 থেকে বাড়িয়ে 600 টি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র তৈরি করা হবে। আর বিশেষ করে গ্রামীণ বা আধা শহুরে অঞ্চলগুলির নাগরিকরা খুব সহজেই এই পরিষেবা নিতে পারবে। এমনকি এতে প্রসেসিং টাইম বাড়বে এবং নাগরিকদের পরিষেবার গতিও নয়া উচ্চতায় পৌঁছবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join