সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা

Published on:

apj abdul kalam

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান ভদ্র, নম্র, সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমরা তাদের ঠিকঠাক ভাবে মানুষ অনেকেই করতে পারিনা। আমরা সন্তানকে ছোটো থেকেই অনেক চাপ দিয়ে ফেলি। সাথে স্কুল, টিউশন এবং বিভিন্ন এক্টিভিটিস এ দিয়ে। সন্তানটির পক্ষে সুবিধা না অসুবিধা কিছুই নজর রাখিনা। তার উপর সব চাপিয়ে দি। যদিও তাদের সাথে আমরাও প্রতি নিয়তই ছুটে চলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মা, বাবার সন্তানের প্রতি কিছু ভুল শুধরে নেওয়াই বা কখনো না করা উচিত বলে মনে করেন তাতে সন্তান অমানুষে পরিণত হতে পারে বলে মনে করেন মহান বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম।

সন্তানকে ঠিক কোন পদ্ধতিতে মানুষ করলে সে আসলেই সমাজের বুকে মানুষ হবে তার কিছু টিপস তিনি দিয়ে গেছেন এ পি জে আব্দুল কালাম। অভিভাবকরা সেই সব নিয়ম নেমে চললে সন্তান জীবনে সফল হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সন্তানদের সাধারণত মানুষ করার সঠিক বয়স হচ্ছে ৫ থেকে ১৭ বছর পর্যন্ত।

সংবেদনশীল – শিশুকে অন্যদের সাহায্য করতে শেখান। তাকে সহানুভূতিশীল গড়ে তুলুন।

সংযত – শিশুর সামনে কখনো উঁচু গলায় কথা বলবেন না। শিশুর সামনে বাবা-মা কখনো ঝগড়া বা খারাপ ভাষা ব্যবহার করবেন না।

ভালো পরিবেশ – শিশুকে বাড়িতে সুস্থ, ভালো পরিবার দিন। তাতে তার আত্মবিশ্বাস ও বুদ্ধি প্রখর হয়।

আত্মবিশ্বাস – আপনার শিশুকে বাড়িতে ভালো পরিবেশ ও বাবা মায়ের স্নেহ, ভালোবাসা পেলে আপনার শিশু আত্মবিশ্বাসী, বুদ্ধিমান ও সফল হয়ে উঠবে।

ভদ্র, সত্যের পথে চলা – অভিভাবকরা যতো মিথ্যা কথা, তর্ক, মনোমালিন্য করবেন আপনার শিশু তত নিজেকে অসহায় মনে করবে সাথে শিশুর ভিতর ভয় ও রাগ গড়ে উঠবে।

মূল্যবোধ – শিশুকে মূল্যবোধ শেখান। তাকে সৎ গঠন করে তুলুন। তাকে বড়োদের সম্মান করা শেখান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group