সৌভিক মুখার্জী, কলকাতা: এক রহস্যময় মাঙ্গা শিল্পী, যাকে গোটা বিশ্ববাসী ‘জাপানিজ বাবা ভাঙ্গা’ নামে চেনে। তার আসল নাম রিয়ো তাতসুকি। তার প্রকাশিত বই “The Future I Saw”-তে এমন কিছু ভয়াবহ ঘটনার ভবিষ্যৎবাণী (Japanese Baba Vanga Prediction) করা রয়েছে, যা পরবর্তীতে সত্যিই বাস্তবে পরিণত হয়েছে। যেমন 2011 সালে জাপানের সুনামি, 2020 সালের কোভিড-19 মহামারী, এশিয়ার ভূমিকম্প, অগ্নুৎপাত সবকিছুই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।
এবার এমন এক ভবিষ্যৎবাণী সামনে এসেছে, যার জেরে রাতের ঘুম উরে গিয়েছে গোটা এশিয়ার। জানা যাচ্ছে, জুলাই 2025-এ নাকি ভয়ংকর সুনামি হতে চলেছে। হ্যাঁ, এমনই লেখা রয়েছে ওই ভবিষ্যৎবাণীতে। আর এই সুনামি জাপান, তাইওয়ান ও ইন্দোনেশিয়া, এই তিনটি দেশের উপর বিপদের ছায়া আনতে চলেছে।
কী বলা হয়েছে বইটিতে?
1999 সালে “The Future I Saw” বইটি প্রকাশিত হয়েছিল। আর সেই বইটিকে প্রথমে অনেকেই কল্পনাভিত্তিক বলেই মনে করেছিল। তবে ভবিষ্যৎবাণী অনুযায়ী 2011 সালের সুনামি একদম অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। আর তখন থেকেই বইটিকে অবহেলা করা বন্ধ হয়।
বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, 2025-র জুলাই মাসে জাপানের দক্ষিণ সাগরে জলের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাবে। আর এর ফলে আন্ডারওয়াটার আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটবে। যার প্রভাবে সৃষ্টি হবে ভয়ানক সুনামি। আর এই সুনামির কবলে পড়বে জাপানের দক্ষিণ দ্বীপপুঞ্জ, তাইওয়ানের উপকূল অঞ্চল এবং ইন্দোনেশিয়ার কিছু এলাকা। এমনকি এই সুনামি নাকি 2011 সালের ফুকুশিমার বিপর্যয়ের থেকেও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
আরও পড়ুনঃ মাথার দামই ছিল ১ কোটি টাকা, নেতা সহ ৩০ জন মাওবাদীকে নিকেশ করলো সেনাবাহিনী
আতঙ্কে পর্যটন শিল্প
জুলাই মাসের এই ভয়াবহ সুনামির সতর্কতায় সবথেকে বেশি প্রভাব পড়তে পারে জাপানের ভ্রমণ পরিকল্পনাকারী পর্যটকদের উপর। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই বুকিং 50% কমে গিয়েছে। এমনকি ইস্টার হলিডের সময়ও আর বুকিং করছে না কেউ।
যদিও বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণীগুলিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এখনো সত্যতা যাচাই করা হয়নি। তবুও বিজ্ঞান এবং গবেষকরা মনে করছে, জাপান ও তাইওয়ানের আশেপাশের ভূগর্ভস্থ গতিবিধি এবং আগ্নেয়গিরি সক্রিয়তা কিছুটা হলেও বাড়ছে। আর এ কারণেই অঞ্চলগুলিকে নজরে রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |