ট্রেনের AC কামরায় ধূমপান তরুণীর! বারণ করায় চোটপাট, ভিডিও ভাইরাল

Published on:

A Woman Smoking on Train Viral Video

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনের এসি কামরায় শুয়ে-বসে ধুমপান করছেন এক মহিলা যাত্রী। বাধা দিতে যাওয়ায় সহযাত্রীদের উপর শুরু চোটপাট! এমনই এক চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতেই এক তরুণীকে অন্যায় করে আবার বুক ফুলিয়ে তা বলতে দেখা গিয়েছে!

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেন India Hood

সোমবার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ ঋষি বাগরে নামক হ্যান্ডেলে এক অবাধ্য তরুনীর ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, দুই আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, ফোনে কথা বলতে বলতেই রেল কর্মীর সাথে তর্ক জুড়ে দিয়েছেন তরুণী। পাশ থেকে গোটা ঘটনা ক্যামেরাবন্দি করছিলেন এক সহযাত্রী। তা দেখতে পেয়েই চোটপাট শুরু করেন ওই মহিলা যাত্রী। ভিডিওটিতে তাঁকে বলতে শোনা যায়, তুমি ভিডিও বানাবে আমার? এটা একদম অন্যায়। এরপরই রেল কর্মীর উদ্দেশ্যে ওই মহিলা বলেন ওনাকে বলুন আমার ভিডিও যেন না বানায়।

অবশ্যই পড়ুন: চিনের মাটিতে সোনা জয়! স্কেটিংয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস লিখলেন আনন্দ

ভাইরাল ভিডিওটি আরও দেখায়, কীভাবে অন্যায় করেও বুক চিতিয়ে তা সর্বসমক্ষে বলা যায়। ট্রেনের কামরায় সিগারেট হাতে ওই মহিলা যাত্রীকে দেখেই ভিডিও গ্রাহক অর্থাৎ পুরুষযাত্রী বলেন, ট্রেনে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ। বাইরে গিয়ে ধূমপান করুন। এটা শীততাপ নিয়ন্ত্রিত কামরা। আপনি জানেন কী হতে পারে? উত্তরে তরুণী বলে, এখনই আমার ভিডিও মুছে ফেলুন। এরপরই বেঁধে যায় তর্কাতর্কি। তরুণীকে বলতে শোনা যায়, আমি আমার টাকায় ধূমপান করছি। এটা আপনার ট্রেন নয়। পাল্টা যুবক বলেন, তাহলে কি এটা আপনার ট্রেন?

ভিডিওটি যত এগোয় ওই তরুণী ততই বেঁকে বসেন। একটা সময় গিয়ে সিগারেট হাতে নিজের সিটে বসে তরুণী বলেন, যান পুলিশ ডেকে আনুন। প্রত্যুত্তরে ওই পুরুষযাত্রী জানান, হ্যাঁ ডাকবো তো অবশ্যই! যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। নেট নাগরিকদের একটা বড় অংশ বলছেন, ওই তরুণী র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক। কেউ কেউ আবার দাবি করছেন, ওই মহিলা আসলে নেশাগ্রস্ত। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে নেট নাগরিকদের মধ্যে। এদিকে সোশ্যাল মিডিয়ায় রেলওয়ে সেবা জানিয়েছে, তরুণীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥