সৌভিক মুখার্জী, কলকাতা: আধার কার্ডের কোনও ভুল সংশোধন বা ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন অথবা প্যান কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, এই সমস্ত কাজ করতে গেলে আমাদের আলাদা আলাদা ওয়েবসাইটে যেতে হয়। সময়, ধৈর্য সব কিছু তো নষ্ট হয়ই। এমনকি ঝামেলাও পোহাতে হয়। তবে এবার সেই জটিলতা দূর করতে ভারত সরকার নিয়ে আসছে এক বিরাট সমাধান (Govt New Portal)। যেখানে একসঙ্গে আপডেট করা যাবে সমস্ত সরকারি নথিপত্র।
কেন্দ্র আনছে বিশেষ পোর্টাল
বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্র সরকার একটি বিশেষ পোর্টাল তৈরি করছে। হ্যাঁ, এই ডিজিটাল পোর্টালটি হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একই জায়গা থেকে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত আপডেট করা যাবে। জানা যাচ্ছে, নাম, ঠিকানা, মোবাইল নম্বরের মত সাধারণ তথ্য সংশোধন এবার একসাথেই করা যাবে।
আর এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে একজন নাগরিককে আলাদা আলাদা অফিসে বা ওয়েবসাইটে যাওয়ার কোনওরকম দৌড়ঝাঁপ করতে হবে না। বরং, একটি মাত্র পোর্টাল থেকেই সব তথ্য একবারে আপডেট করা যাবে।
ব্যবহারকারীদের জন্য ঠিক কতটা সহজ হবে এই পরিষেবা?
এখনও পর্যন্ত যা খবর, এই পোর্টালে লগইন করলেই মিলবে বিভিন্ন বিকল্প। প্রথমত, মোবাইল নম্বর বদলাতে চাইলে নির্দিষ্ট অপশনে ক্লিক করতে হবে। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। ফলে বারবার তথ্য দেওয়ার আর ঝামেলাও থাকবে না। এমনকি সময় বাঁচবে এবং একইসঙ্গে আপনার ডকুমেন্ট সুরক্ষিত থাকবে।
আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারল ভারত! পাকিস্তানের ১০০ কিমি ভিতরে স্ট্রাইক, গুঁড়িয়ে গেল একাধিক জঙ্গি ঘাঁটি
পোর্টালের কাজ কতদূর?
সরকার ইতিমধ্যে এই পোর্টাল তৈরির কাজ শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে। তবে সূত্র বলছে, এখনো কিছু প্রযুক্তিগত বা আইনি জটিলতা রয়েছে। আর এই মুহূর্তে পোর্টালটি টেস্টিং অবস্থাতেই রয়েছে, পুরোপুরি ব্যবহারযোগ্য নয়। তবে এক সূত্র বলছে, 90% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পোর্টালটি পুরোপুরিভাবে প্রস্তুত হলে খুব শীঘ্রই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |