এই এক উপায়ে আপনার AC-র ইলেকট্রিক বিল হয়ে যাবে অর্ধেক, সিক্রেট জানাল সরকার

Published on:

electricity saving tips

সহেলি মিত্র, কলকাতাঃ গ্রীষ্মের তাপদাহে পুড়ছে বাংলা সহ বহু রাজ্য। তাপমাত্রা কমার বদলে হু হু করে বেড়েই চলেছে। অন্যদিকে সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিদ্যুতের বিলও। এদিকে বিলের পরিমাণ দেখে চোখ কপালে উঠছে সাধারণ মানুষের। কীভাবে এই বিদ্যুতের বিল কমানো যায় সেটা ভেবে ভেবে রীতিমতো চুল ছেঁড়া বাকি আছে সকলের। তবে আর চিন্তা নেই, কারণ এবার আসরে নামল খোদ সরকার। বিশেষ করে এই গরমে যদি আপনিও এসি (AC) চালিয়ে থাকেন বাড়িতে তাহলে সরকারের তরফে দেওয়া কিছু পরামর্শ আপনার জেনে রাখা উচিত। এতে আপনিই লাভবান হবেন বৈকি।

বিশেষ পরামর্শ সরকারের

বর্তমান সময়ে ফ্যান, কুলারের পাশাপাশি মানুষের ঘরে ঘরে এসি রয়েছে। কিন্তু এসি চালানোর পর মাসের শেষে যে বিদ্যুতের বিলটি আসে তা দেখে আঁতকে ওঠেন সকলে। কিন্তু সরকার এই এসি চালানোর ক্ষেত্রে কিছু ছোট পরিবর্তন আনতে বলেছে। এর জেরে এসি চালালেও মাসের শেষে বিল কম আসবে। এখন নিশ্চয়ই ভাবছেন কী সেই পরামর্শ? ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) অনুসারে, যদি আপনি আপনার এসির তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেন, তাহলে আপনি প্রায় ৬% বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। সরকার এই ব্যবস্থাটিকে একটি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সমাধান বলে মনে করে।

এসি সেট করুন ২৪-২৫° সেলসিয়াসে

BEE বলছে যে লোকেরা সাধারণত তাদের এসি ২০-২১° সেলসিয়াসে সেট করে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এসির তাপমাত্রা ২৪-২৫° সেলসিয়াস রাখলে আপনার শরীরও ভালো থাকবে আবার আপনার পকেটের ওপর চাপও কম পড়বে। অর্থাৎ যদি কেউ ২০° সেলসিয়াসের পরিবর্তে ২৪° সেলসিয়াসে এসি চালায়, তাহলে বিদ্যুৎ খরচ ২৪% পর্যন্ত কমানো যেতে পারে। এর ফলে পরিবারের মাসিক বিদ্যুৎ বিল অনেকাংশে কমানো যেতে পারে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যের জন্য সেরা, দামও সবথেকে কম! এই তেল দিয়ে রান্না করলে কমবে হৃদরোগের ঝুঁকি

BEE-এর অনুমান, যদি ভারতের মাত্র ৫০% এসি ব্যবহারকারী এই পরামর্শ অনুসরণ করেন, তাহলে প্রতি বছর দেশে ১০ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এর অর্থ হল বার্ষিক ৫,০০০ কোটি টাকা সাশ্রয় এবং ৮.২ মিলিয়ন টন CO₂ নির্গমন হ্রাস, যা পরিবেশের জন্যও একটি বড় স্বস্তি হবে। আরও পরিষ্কারভাবে বললে যখন আপনি এসি একটু বেশি তাপমাত্রায় ধরুন ২৬° সেলসিয়াস সেট করেন, তখন সেই তাপমাত্রা দ্রুত অর্জন করা হয় এবং এসি কম্প্রেসার বন্ধ হয়ে যায়। এর ফলে বিদ্যুৎ খরচ কমে যায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥