Indiahood-nabobarsho

এবার মাঝ আকাশেও মিলবে ইন্টারনেট, ডোমেস্টিক বিমানে নয়া সুবিধা Air India-র

Published on:

air india flight internet

শ্বেতা মিত্র, কলকাতাঃ ২০২৫ সালে আপনিও কি বিমানে করে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছেন? বিশেষ করে Air India-র টিকিট কাটবেন বলে ভেবে রেখেছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ এক সুখবর। এমনিতে যাত্রীদের বিমানে যাত্রার সময় যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য একের পর এক কাজ করেই চলেছে এয়ার ইন্ডিয়া। তবে নতুন বছরে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারপরে খুশি হয়ে যাবেন সকলে। মাঝ আকাশে মিলবে এক দারুণ সার্ভিস। এখন নিশ্চয়ই ভাবছেন কী সেই সার্ভিস? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দারুণ চমক এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়া এখন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইটে Wi-Fi সংযোগ শুরু করেছে। এই সুবিধাটি এখন Airbus A350 এবং Boeing 787-9 বিমানের পাশাপাশি Airbus A321neo বিমানগুলিতে উপলব্ধ। এয়ার ইন্ডিয়া বুধবার ঘোষণা করেছে যে এটি দেশের প্রথম বিমান সংস্থা হিসাবে অভ্যন্তরীণ ফ্লাইটে ওয়াই-ফাই সংযোগ সরবরাহ করতে চলেছে।

শুধু তাই নয়, আইওএস বা অ্যান্ড্রয়েড সিস্টেমযুক্ত ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের মতো ডিভাইস ব্যবহার করে ইন-ফ্লাইট ওয়াই-ফাই অ্যাক্সেস করা যাবে। ১০ হাজার ফুটের ওপর দিয়ে ওড়ার সময় যাত্রীরা একই সঙ্গে একাধিক ডিভাইস কানেক্ট করতে পারবেন। যাত্রীরা সোশ্যাল মিডিয়া চেক করতে পারবেন। একই সময়ে, আপনি ইন্টারনেট সম্পর্কিত কাজ করতে সক্ষম হবেন। এছাড়াও, আপনি আপনার বন্ধু এবং পরিবারকে মেসেজ করতে অবধি পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

খুশি যাত্রীরাও

উল্লেখ্য, আগে এই এই পরিষেবা শুধুমাত্র আন্তর্জাতিক বিমানগুলিতেই ছিল। তবে এখন এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক রুটেও এই পরিষেবা শুরু হওয়ায় খুশি যাত্রীরাও। এয়ারবাস এ৩৫০, নির্বাচিত এয়ারবাস এ৩২১নিও এবং বোয়িং বি৭৮৭-৯ বিমানে এই পরীক্ষা চালানো হয়। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক রুট নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস এবং সিঙ্গাপুর রুটে এই সুবিধা পাওয়া যাচ্ছে। কিন্তু এখন ডোমেস্টিক রুটে পাইলট প্রকল্প কর্মসূচির আওতায় তা শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়া আশাবাদী যে যাত্রীরা এই সুবিধা পছন্দ করবেন। আগামী দিনে সমস্ত যাত্রীবাহী বিমানে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে এয়ার ইন্ডিয়ার। যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে বিমান সংস্থাগুলি ইন্টারনেট সংযোগ সরবরাহ করছে। তবে প্রথম ফ্লাইটে নিরাপত্তার কারণে ইন্টারনেট সুবিধা দেওয়া হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group