টিকিট বাতিল করলেই মিলবে পুরো রিফান্ড! দুর্ঘটনার পর বিরাট সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

Published:

Air India Flight
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গুজরাটের আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে! হ্যাঁ, লন্ডনগামী AI-171 বিমানটি টেক-অফের (Air India Flight) কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে জনবসতিপূর্ণ এলাকায়। এমনকি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 241 জন যাত্রী।

ফলে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। তবে এর মাঝেই এয়ার ইন্ডিয়া বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, আহমেদাবাদ থেকে ছাড়ার বা সেখানে পৌঁছনোর যেকোনো বিমানের টিকিট বাতিল করলেই দেওয়া হবে সম্পূর্ণ রিফান্ড।

ঘটনাটি কী?

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ 12 জুন দুপুর 1:39 মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার Boeing Dreamliner ‘AI-171’ ফ্লাইটটি যাত্রী নিয়ে আহমেদাবাদের সরদার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে সবে টেক-অফ করেছিল। 

কিন্তু মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিমানবন্দর লাগোয়া এক ঘনবসতিপূর্ণ আবাসিক বহুতলের উপর ভেঙে পড়ে। সূত্রের খবর, বিমানে 242 জন যাত্রী ছিল, যার মধ্যে শুধুমাত্র একজন বাদে সবাই শেষ! আর তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ।

এয়ার ইন্ডিয়ার বড়সড় সিদ্ধান্ত

এই ভয়াবহ ঘটনার পরে এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে, 12 থেকে 14 জুন, 2025-এর মধ্যে আহমেদাবাদ সংলগ্ন যেকোনো টিকিট যদি কেউ বাতিল করে, তাহলে তার জন্য অতিরিক্ত কোনও ফি কাটা হবে না, এমনকি সম্পূর্ণ ভাড়া রিফান্ড করে দেওয়া হবে। 

এমনকি শুধু বাতিল নয়, এই সময়ে বুক করা টিকিট যদি কেউ রিসিডিউল করতে চায়, তাহলেও কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। আসলে বিমানের যাত্রীদের এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতির জায়গা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে।

বলে রাখি, ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আর এই পরিস্থিতিতে, বহু যাত্রী তাদের ট্রাভেল প্ল্যান বাতিল করেছে বা পিছিয়ে দিয়েছে। এর ফলে তাদের যাতে কোনোরকম আর্থিক ক্ষতি না হয়, সেদিকটা মাথায় রেখেই এয়ার ইন্ডিয়া পুরো টাকা ফেরত দিচ্ছে।

আরও পড়ুনঃ শুভ সংখ্যা ছিল ‘১২০৬’, পিছু ছাড়ল না মৃত্যুর ক্ষেত্রেও, এ কেমন ট্র্যাজেডি প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

টাটা গোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিপূরণ

এয়ার ইন্ডিয়ার মুল উদ্যোক্তা টাটা গ্রুপ ইতিমধ্যে ঘোষণা করেছে, দুর্ঘটনার কবলে মৃত প্রত্যেক যাত্রীর পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনকি আহতদের সমস্ত চিকিৎসার খরচ টাটা গোষ্ঠী বহন করবে। শুধু তাই নয়, যে হোস্টেল বিল্ডিং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনর্গঠনের দায়িত্বও নিয়েছে টাটা গোষ্ঠী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join