মাত্র ১৩০০ টাকায় ফ্লাইটের টিকিট! এয়ার ইন্ডিয়া চালু করল ফ্ল্যাশ সেল

Published on:

Air India Express Flash Sell Flight Ticket

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার কি জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি ভ্রমণের প্ল্যান রয়েছে? তাহলে ঝটপট আজকের প্রতিবেদনটি পড়ে নিন। কারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দারুন ফ্ল্যাশ সেল (Air India Express Flash Sell) অফার চলছে। জানা যাচ্ছে, মাত্র 1300 টাকা থেকে বিমানের টিকিট (Flight Ticket) পাওয়া যাচ্ছে! কি অবাক লাগছে? আসলে এটাই সত্যি। তাও আবার কোনও বুকিং চার্জ ছাড়াই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এয়ার ইন্ডিয়ার ফ্ল্যাশ সেল অফার | Air India Express Flash Sell |

সম্প্রতি এয়ার ইন্ডিয়া তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু করেছে বিশেষ ফ্ল্যাশ সেল অফার। জানা যাচ্ছে, এই অফারে মাত্র 1300 টাকাতেই বিমানের টিকিট মিলছে। আর এই অফারটি 18 মে, 2025 পর্যন্ত পাওয়া যাবে। এমনকি যারা এখন বুক করবেন, তারা 1 জুন থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময় এই টিকেটে ভ্রমণ করতে পারবেন।

ব্যাগ ছাড়া যারা ভ্রমণকারীদের জন্য সোনায় সোহাগা

এই ফ্লাইটের সবথেকে সস্তা অপশন Xpress Lite ফেয়ার। যারা চেক-ইন ব্যাগ ছাড়া হালকা ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। এছাড়াও 3 কেজি পর্যন্ত অতিরিক্ত কেবিন ব্যাগ ফ্রি প্রি-বুকিং এর সুবিধাও থাকছে। জানা যাচ্ছে, যদি আপনি চেক-ইন ব্যাগ নিতে চান, তাহলে সেটার জন্য থাকছে অতিরিক্ত ছাড়। ডোমেস্টিক ফ্লাইটে 15 কেজি ব্যাগের জন্য চার্জ দিতে হবে মাত্র 1000 টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে 20 কেজি ব্যাগের চার্জ মাত্র 1300 টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

থাকছে আরও বিকল্প

জানিয়ে রাখি, যারা আপনি আরও আরামদায়ক ভ্রমণ করতে চান, তাদের জন্য Xpress Value ফেয়ার শুরু হচ্ছে মাত্র 1524 টাকা থেকে। হ্যাঁ, এখান থেকে বুক করতে পারবেন স্বল্প মূল্যে ফ্লাইটের টিকিট। আর যারা প্রিমিয়াম ফ্লাইটের অভিজ্ঞতা চান, তাদের জন্য Xpress Biz থাকছে, যেখানে মিলবে আধুনিক সব সুবিধা। আর এই পরিষেবা পাওয়া যাবে একমাত্র এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 40 টি Boeing 737-8 বিমানে।

এইসব লোকদের জন্য থাকছে বিশেষ সুবিধা

যারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের লয়্যালটি প্রোগ্রামের সদস্য, তাদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা। জানা যাচ্ছে, Xpress Biz ফেয়ার ও আপগ্রেডে 25% অতিরিক্ত ছাড় মিলছে। পাশাপাশি গরম খাবার, পছন্দের সিট, প্রায়োরিটি সার্ভিস এবং অতিরিক্ত লাগেজে 25% ছাড় মিলছে। তবে মনে রাখবেন, এই সমস্ত অফার নিতে গেলে শুধুমাত্র এয়ারলাইনের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকেই বুকিং করতে হবে। 

আরও পড়ুনঃ ব্যবসা বন্ধের পর এবার তৃতীয় দেশ থেকে ট্রানজিট করা পাকিস্তানি পণ্য নিষিদ্ধ করল ভারত

সবথেকে বড় ব্যাপার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছাত্র-ছাত্রী, প্রবীণ নাগরিক, ডাক্তার, নার্স, সেনাবাহিনী কর্মীদের দিচ্ছে অতিরিক্ত ছাড়। এমনকি তাদের পরিবারের সদস্যরাও পাবে ছাড়ের সুবিধা। তাই ঝটপট বুকিং করে ফেলুন ফ্লাইটের টিকিট, আর লুফে নিন অফার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group