দেশের ভেতরেই থাকবে Starlink ব্যবহারকারীর সমস্ত ডেটা! কেন্দ্রের শর্ত মানল মাস্ক

Published:

Starlink
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে ইলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্কের (Starlink) স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। তবে যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি, তবে জোড় কদমে চলছে প্রস্তুতি। আর এরই মধ্যে শোনা গেল যে, ভারতীয় ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রের শর্ত মেনে নিয়েছে স্টারলিঙ্ক।

দেশের ভেতরেই থাকবে ডেটা

সংসদে কেন্দ্রীয় স্যাটেলাইট ইন্টারনেট বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্র শেখর জানিয়েছেন, স্টারলিঙ্ক ভারতে তাদের আর্থ স্টেশন গেটওয়ে তৈরি করবে। ফলে ভারতের ভেতরে বা বাইরে যাতায়াত করা সমস্ত ধরনের ব্যবহারকারীদের ট্রাফিক কেবলমাত্র দেশের মধ্য দিয়েই যাবে। আর কোনোভাবেই বিদেশি সার্ভারে ভারতীয় ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ বা পাঠানো যাবে না। এমনকি দেশের বাইরে বসে এই ডেটা কপি করাও নিষিদ্ধ।

বেশ কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্টারলিঙ্ক ইতিমধ্যেই ইউনিফাইড লাইসেন্স পেয়ে গিয়েছে এবং সরকারের সমস্ত শর্ত মেনে নিয়েছে। সরকারের প্রধান নজর মূলত নিরাপত্তায়। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার জন্য সামান্যতম অবহেলা করতে চাইছে না সরকার। সেজন্যই স্টারলিঙ্কের উপর এরকম নিষেধাজ্ঞা।

রয়েছে দাম নিয়ে রহস্য

তবে স্টারলিঙ্কের পরিষেবার খরচ কত হবে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে এখনো দেখা যাচ্ছে ধোঁয়াশা। সরকার বা কোম্পানি এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি জান্সয়নি। তবে ইকনোমিক টাইমসের কিছু রিপোর্ট বলছে যে, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট প্ল্যানের দাম মোটামুটি মাসে 810 টাকা থেকে শুরু হতে পারে।

আরও পড়ুনঃ নবান্ন অভিযানে পুলিশের পায়ের তলায় জাতীয় পতাকা! ভিডিও পোস্ট অমিত মালব্যর

তবে মূল খরচ প্রয়োজনীয় স্যাটেলাইট কিট কিনতেই হবে, যা কিনা প্রতিবেশী দেশ বাংলাদেশ বা শ্রীলঙ্কায় 30 থেকে 40 হাজার টাকার উপরে চলে যাচ্ছে। আর ভারতেও দাম অনেকের নাগালের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সরকার থেকে যদি ভর্তুকি দিয়ে কিছুটা দাম কমানো যেতে পারে, তাহলে হয়তো এই পরিষেবা সহজলভ্য হবে। এখন দেখার ভবিষ্যতে কী হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join