বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় নাগরিক হিসেবে এখন অন্যতম সচিত্র প্রমাণ পত্র আধার কার্ড। ঠিক তেমনই, আধার কার্ডের আদলেই দেশের সমস্ত পড়ুয়াদের জন্য এবার APAAR Card চালু করেছে কেন্দ্রীয় সরকার।
এই কার্ডে যে একজন শিক্ষার্থীর শুধু অ্যাকাডেমিক তথ্যই থাকবে তেমনটা একেবারেই নয়, সেই সাথে পড়ুয়াদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম সাহায্য আসবে কেন্দ্রের তরফে। কিন্তু কীভাবে পাওয়া যায় এই APAAR Card? কোথায় আবেদন করতে হয়? দেখে নিন।
APAAR Card আসলে কী?
APAAR শব্দটির পুরো অর্থ অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটি আসলে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের অধীনে তৈরি করা হয়। এই কার্ডে মূলত একটি ডিজিটাল অ্যাকাউন্টের মতো যেখানে শিক্ষার্থীর পড়াশোনা সংক্রান্ত সমস্ত তথ্যের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বিবরণ থাকবে। এই কার্ডের মধ্যেই উল্লেখ থাকবে পড়ুয়ার স্কুল বা কলেজে ভর্তি, কোর্স ক্রেডিট সহ সার্টিফিকেট এবং ডিগ্রি সম্পর্কিত সমস্ত তথ্য।
পড়ুয়াদের তথ্য থাকবে সুরক্ষিত
প্রথমেই বলে রাখি, কেন্দ্রের তরফে চালু এই আইডি কার্ডের প্রধান উদ্দেশ্য দেশের প্রতিটি ছাত্র-ছাত্রীর অ্যাকাডেমিক কার্যক্রম নজরে রাখা এবং পড়াশোনার ক্ষেত্র সম্পর্কে সমস্ত তথ্য সংরক্ষণ করা। এক কথায়, একজন পড়ুয়া বর্তমানে কোন বিভাগে পড়ছে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে, আজ পর্যন্ত কতগুলি ডিগ্রি অর্জন করেছে এমন একাধিক তথ্য থাকবে এই কার্ডে। মূলত DigiLocker এর সঙ্গে এই আইডি আধার কার্ডের মতোই ইন্টিগ্রেট করা থাকবে। যার ফলে পড়ুয়াদের সমস্ত তথ্য থাকবে নিরাপদ এবং সুরক্ষিত।
কী কী সুবিধা পাওয়া যাবে?
একজন পড়ুয়ার কাছে APAAR Card থাকা মানেই, তার স্কুল জীবন থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত সার্টিফিকেট, মার্কশিট সহ একাধিক তথ্য থাকবে সুরক্ষিত। পাশাপাশি এই কার্ড থাকলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়া অর্থাৎ প্রতিষ্ঠান পরিবর্তন করা খুবই সহজ হবে। একই সাথে এড়ানো যাবে বিভিন্ন জালিয়াতির মতো ঘটনা।
সবচেয়ে বড় কথা, যেসব পড়ুয়ার কাছে এই কার্ড থাকবে, তারা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের আওতায় একাধিক সুবিধা ভোগ করতে পারবেন। বলে রাখি, মূলত পড়ুয়াদের যাচাইকরণ প্রক্রিয়া সহজ করতে ও বৃত্তি পেতে সাহায্য করবে এই কার্ড।
কীভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন?
প্রথমেই জানিয়ে রাখি, ভারতের সরকারি বা বেসরকারি স্কুলে পাঠরত শিক্ষার্থী এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এই কার্ড পেতে হলে প্রথমেই আবেদনকারীকে তার স্কুলে যোগাযোগ করতে হবে।
স্কুল কর্তৃপক্ষ UDISE+ পোর্টালে শিক্ষার্থীর নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, ক্লাসের তথ্য সহ অন্যান্য একাধিক প্রয়োজনীয় তথ্য আপডেট করে দেওয়ার পর পড়ুয়া তার আধার নম্বর দিয়ে DigiLocker এ লগইন করে নিতে পারবেন। এরপর লগইন সম্পন্ন হলে DigiLocker থেকেই APAAR ID বিকল্পটি বেছে নিয়ে পারমিশন দিলেই নতুন আইডি তৈরি হয়ে যাবে। পরবর্তীতে সেটি DigiLocker-এই সংরক্ষিত থাকবে।
অবশ্যই পড়ুন: ফিরছেন আইয়ার, প্রায় চূড়ান্ত দল! দেখে নিন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড
উল্লেখ্য, APAAR Card বানাতে ভারতের যেকোনও রাজ্যের পড়ুয়া আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে পড়ুয়ার বয়স 18 বছরের কম হলে তার বাবা-মায়ের সম্মতি প্রয়োজন হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |