বছরের শেষ রাতেই অলৌকিক ঘটনা! ‘ব্ল্যাক মুন’ এর সাক্ষী থাকবে ভারত, দেখা যাবে কখন?

Published on:

all you need to know about black moon event happening on 31st night

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিশ্ব ব্রম্ভান্ডে এমন অনেক ঘটনা হয় যা সত্যিই বড় অদ্ভুত। বিশেষ করে কিছু মহাজাগতিক ঘটনা রয়েছে যেগুলি চমকে দেওয়ার মত। আজ অর্থাৎ ৩১ ডিসেম্বর এমনই একটি ঘটনা ঘটতে চলেছে। রাতের আকাশে দেখা যাবে ব্ল্যাক মুন (Black Moon)। কখন ও কি ভাবে দেখা যাবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্ষশেষে দেখা যাবে ‘ব্ল্যাক মুন’ Black Moon

ব্ল্যাক মুন আসলে জোত্যির্বিজ্ঞানী ও যারা নক্ষত্র গবেষণাকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এমনিতে চাঁদকে উজ্জ্বল দুধের মত দেখতে লাগে, তবে মাঝে  মধ্যে লালচে বা হলদেটে রংয়েরও দেখা যেতে পারে। তবে এই সময় চাঁদকে একেবারে কালো রংয়ের দেখা যাবে। গতকাল অর্থ্যাৎ ৩০ শে ডিসেম্বর বিকেল ৫ টা বেজে ২৪ মিনিট থেকেই চাঁদকে কালো হিসাবে দেখা যাবে। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভিন্ন সময়ে এই ঘটনা পরিলক্ষিত হবে। ভারতে ৩১ শে ডিসেম্বর ভোর বেলা ৩ টে বেজে ৫৭ মিনিটে কালো চাঁদ দেখা যাবে।

কেন কালো রঙের দেখাবে চাঁদকে?

আসলে অমাবস্যার রাত্রে যখন সূর্য ও চাদ একই সমান্তরাল রেখায় থাকে তখন চাঁদের আলোকিত অংশ পৃথিবীর থেকে দূরে থাকে। যার ফলে খোলা চোখে চাঁদ দেখা যায় না ও আকাশ সম্পূর্ণ কালো হয়ে যায়। যেহেতু চাঁদ ২৯.৫ দিনে একটা চক্র পূরণ করে তাই কখনও আকাশে দুটো চাদ দেখা যেতে পারে, একেই ব্ল্যাক মুন বলা হয়। এটা খানিকটা ব্লু মুনের মতোই, তাই এটিকে অত্যন্ত বিরল মহাজাগতিক ঘটনা বলা হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই সময় সত্যিই কালো হয়ে যায় চাদঁ?

না, কালো চাঁদকে আকাশে দেখা যাবে না। তবে রাতের বেলায় আকাশে এর প্রভাব বোঝা যাবে। অন্ধকার রাতের মাঝেই চাঁদের একটি অংশ দেখতে পাওয়া যাবে। এছাড়া গ্রহ, নক্ষত্র ও ছায়াপথ আরও ভালোভাবে দৃশ্যমান হবে যদি দূরবীণ দ্বারা দেখা হয়।

পরবর্তী ব্ল্যাক মুন কবে হবে?

ইতিমধ্যেই পরবর্তী ব্ল্যাক মুন কবে দেখা যাবে সেটা আন্দাজ করে ফেলেছেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, আগামী ২৩ শে অগাস্ট ২০২৫ তারিখে ফের একই ঘটনার সাক্ষী হতে পারবে বিশ্ববাসী। তাই আপনি যদি এই ব্ল্যাক মুনটি দেখা মিস করেন তাহলে আট মাসের জন্য অপেক্ষা করতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group