সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে এটিএম (ATM) ব্যবহার করে না, এমন মানুষ যেন চোখেই পড়ে না। প্রায় প্রত্যেকেই এটিএম দিয়ে টাকা তুলে থাকে। কিন্তু আপনা কি জানেন, এটিএম শুধুমাত্র টাকা তোলার যন্ত্র নয়, এর মাধ্যমে আপনি আরও গুরুত্বপূর্ণ কাজও সেরে নিতে পারেন। অনেকেই এই সুবিধাগুলি সম্পর্কে অবগত নন। চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি, টাকা তোলা ছাড়াও এটিএম দিয়ে কী কী কাজ সারতে পারবেন।
দেখুন, এটিএম-এর প্রধান সুবিধা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা। আর ২৪ ঘন্টার মধ্যে যেকোনো সময়ই আপনি এটিএম কার্ড ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন। তবে এছাড়াও পাওয়া যাচ্ছে প্রচুর সুবিধা। যেমন-
ব্যাঙ্ক ব্যালেন্স ও লেনদেনের তথ্য
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে, তা জানার জন্য এখন আর ব্যাঙ্কে যাওয়ার কোনও দরকার নেই। কারণ এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে খুব সহজেই অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন। এছাড়া সর্বশেষ দশটি লেনদেনের মিনি স্টেটমেন্টও বার করে নিতে পারবেন।
কার্ড থেকে কার্ডে টাকা ট্রান্সফার
সবথেকে বড় ব্যাপার, এটিএম কার্ডের মাধ্যমে এবার আপনি এক ডেবিট কার্ড থেকে আরেকটি ডেবিট কার্ডে টাকা পাঠাতে পারবেন। এমনকি প্রতিদিন সর্বোচ্চ 40 হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায় এই ফিচারের মাধ্যমে।
ক্রেডিট কার্ডে বিল পরিশোধ
এখন থেকে VISA ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এটিএম মেশিনের মাধ্যমেই করা যাবে, যা সম্পূর্ণ নিরাপদ এবং ঝঞ্ঝাটমুক্ত এক পদ্ধতি।
এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার
এটিএমের মাধ্যমে এখন থেকে আপনি একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। তবে সবথেকে বড় ব্যাপার, একটি এটিএম কার্ডের সঙ্গে আপনি সর্বোচ্চ 16 টি অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখতে পারবেন।
এটিএম পিন পরিবর্তন
এটিএম কার্ডের পিন নম্বর যদি ভুলে যান অথবা নিরাপত্তার জন্য যদি পরিবর্তন করতে চান, তাহলে সেটিও আপনি এটিএম মেশিন থেকে খুব সহজে করে নিতে পারবেন। এর জন্য ব্যাঙ্কে যাওয়ার কোনোরকম প্রয়োজন নেই।
আরও পড়ুনঃ লটারি লাগল কর্মীদের, সুদ বৃদ্ধি ছাড়াও প্রভিডেন্ট ফান্ড নিয়ে বিরাট সুখবর দিল EPFO
চেকবুকের অনুরোধ
এই বিষয়টি সম্পর্কে হয়তো অনেকেই অবগত নয় যে, এটিএমের মাধ্যমে নতুন চেকবুকের জন্য অনুরোধ করা যায়। আর চেকবুক রিকুয়েস্ট করার পর ব্যাঙ্ক আপনার ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে সেই তা পাঠিয়ে দেবে।
এখনকার দিনে এটিএম যে শুধুমাত্র টাকা তোলার মেশিন, এমনটা নয়। এটির মাধ্যমে ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রচুর কাজ অনায়াসে সেরে নেওয়া যায়। আর এই সুবিধাগুলি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সময় এবং ঝামেলা উভয়ই বাঁচে। তাই অবশ্যই এটিএম ব্যবহার করার আগে এই বিষয়গুলিকে মাথায় রাখবেন।