সোনা হোক বা ঝাঁটা, ধনতেরাসে ঠিক কোন সময়ে কিনবেন? জেনে নিন শুভ মুহূর্ত

Published on:

gold, broom buying muhurat on dhanteras 2024

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এর পার্বণ শেষ হয়েছে। অগত্যা যে যার নিত্যদিনের কাজে ফিরে গিয়েছে। তবে মন খারাপের কোনো কারণ নেই। বাঙালি বলে কথা। উৎসব আর পার্বণ এই দুটো তো লেগেই রয়েছে। আর কিছুদিন পরেই এবার আসতে চলেছে দীপাবলী। আলোর রোশনাই আর রঙ বেরঙের বাজিতে আনন্দ উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। মা কালীর আরাধনায় সকলে ফের একত্রিত হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Dhanteras 2024

প্রতি বছর দীপাবলী ৫ দিন ধরে হয়। ধনতেরস থেকে শুরু। আর ভাইফোঁটায় গিয়ে শেষ হয় এই মরসুম। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়। এই তিথিতে আয়ুর্বেদের জনক ধন্বন্তরী, ধনদেবী লক্ষ্মী ও দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের পুজো করা হয়। তবে শাস্ত্রে এই দিনটিকে নিয়ে আরও একটি ঘটনা সম্পর্কে বলা হয়েছে। জানা গিয়েছে সমুদ্র মন্থনের ফলে উঠে এসেছিলেন বৈদ্যরাজ ধন্বন্তরী। এ সময়ে তা হাতে ছিল সোনার কলসি। তাই এই তিথিতে কেনাকাটা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে।

Gold, Broom Buying Muhurat On Dhanteras 2024

শাস্ত্র অনুযায়ী জানা যায় এই তিথিতে সোনা-রুপোর বাসন ও অলংকার কেনা হয়ে থাকে। মনে করা হয় ধনতেরসে যে বস্তু কেনা হয়, তা ১৩ গুণ বৃদ্ধি পায়। ধনতেরসের দিন, সারাদিন ধরে কেনাকাটা করা যায়। কিন্তু শুভক্ষণে কেনাকাটা করলে অধিক শুভ ফলাফল পাওয়া যেতে পারে। তাই সকলেই সেইসময় দোকানে দোকানে ভিড় জমায়। কিন্তু চলতি বছর ধনতেরস নিয়ে ভক্তদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। ২৯ নাকি ৩০ অক্টোবর উদযাপিত করা হবে ধনতেরস তা নিয়ে সকলেই বেশ ধন্দে রয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন সময়ে জিনিসপত্র কেনা শুভ? Auspicious Time to Buy Gold on Dhanteras

বলা হয় ধনতেরসের দিন সোনা, রূপা, বাসনপত্র, ঝাঁটা ইত্যাদি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাতে নাকি সম্পদ ১৩ গুণ বেড়ে যায়। আর চলতি বছর পঞ্জিকা অনুযায়ী ত্রয়োদশী তিথির সূচনা হচ্ছে ২৯ অক্টোবর, সকাল ১০:৩১ মিনিটে। যেটি কিনা শেষ হবে ৩০ অক্টোবর, দুপুর ১:১৫ নাগাদ। তাই সেক্ষেত্রে উদয় তিথি অনুসারে, ২৯ অক্টোবর, মঙ্গলবারই ধনতেরস উদযাপিত হবে।

ধনতেরসে কী কী জিনিস কেনা যায়?

ধনতেরসে সোনা-রুপো ছাড়াও বাসন, গাড়ি, কুবের যন্ত্র কেনা শুভ। এছাড়াও ঝাঁটা কেনা শুভ, এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এদিন কোনও দামী বস্তু কিনতে না-পারলে গোটা ধনে অবশ্যই কিনুন। এর ফলে জীবনে কখনও অর্থাভাব হবে না। এই তিথিতে নাকি লক্ষ্মী-গণেশ ও কুবেরের মাটির মূর্তি বাড়ি নিয়ে আসা হয়। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group