পার্থ সারথি মান্না, কলকাতাঃ কাজের ফাঁকে কদিনের ছুটি পেলেই ঘুরতে যাওয়ার জন্য মন ছটফট করতে থাকে। কেউ দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত তো কেউ আবার বিদেশ ভ্রমণ করতে চান। দেশের মধ্যে ঘুরতে সেভাবে সমস্যা না হলেও বিদেশে ঘুরতে গেলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। যার মধ্যে অন্যতম একটি হল ব্যাগের কালার। হ্যাঁ ঠিকই দেখছেন, বাইরের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ব্যাগের রং কি হবে সেটাও বেশ গুরুত্বপূর্ণ।
বিদেশ ভ্রমণের জন্য ব্যাগের রং
অনেকেই রংচঙে সুটকেস বা লাগেজ নিয়ে ঘুরতে যেতে পছন্দ করেন। তবে এর জেরে অনেককে সমস্যাতেও পড়তে হয়। তাই আপনি যদি আগামী দিনে বিদেশ ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে সমস্যা এড়াতে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি পড়ুন।
ভ্রমণে লাগেজ হারানোর ভয়
সম্প্রতি Eminent নামক এক কোম্পানির করা সার্ভেতে উঠে এসেছে ৪০% এরও বেশি বিশ্বে ভ্রমণের জন্য কেনা সুইকেসের রংই কালো। যে কারণে অনেকেই গন্তব্যে পৌঁছানোর পর ব্যাগেজ বেল্টে নিজের সুটকেস খুঁজতে থাকেন হন্যে হয়ে। এমনকি যদি কোনো কারণে সুটকেস মিসিং হয় তাহলে সমস্যা আরও বেড়ে যায়। একে হারিয়েছে তারমধ্যে যত ব্যাগ জমা পড়েছে তার বেশিরভাগ যদি কালো হয় তাহলে খুঁজে পাওয়াটা আরও বেশি মুশকিল হয়ে যায়। তাই এই সমস্যা থেকে বাঁচতে কি করণীয়? চলুন জেনে নেওয়া যাক।
সমস্যা এড়াতে কি করবেন?
এক ভ্রমণ বিশেষজ্ঞের মতে, যদি সুটকেস কিনতেই হয় তাহলে বেশ উজ্জ্বল ও রংচঙে ইউনিক কালারের কিনুন। এতে ব্যাগেজ বেল্টে যেমন এক ঝটকায় চিনতে পারা যাবে, তেমনি কোনো কারণে হারিয়ে গেলেও হাজারো ব্যাগের ভিড়ে সহজেই আপনার সুটকেস খুঁজে পাওয়া যাবে। এছাড়াও নিজের সুটকেস বা ব্যাগের সাথে স্টিকার বা নাম ও যোগাযোগের নাম্বার লাগিয়ে রাখুন একটা চকচকে বা উজ্জ্বল রঙের কাগজ বা স্টিকারের সাথে।
আরও পড়ুনঃ কীভাবে কাজ করে Deepseek, গোটা বিশ্বে তোলপাড় ফেলা এই AI কী কী কাজ করতে পারে?
অবশ্য শুধুমাত্র ব্যাগ বা সুটকেসের রঙের কারণেই সেটা হারিয়ে বা মিসপ্লেস হয়ে যায় না। অনেকেই বিমানযাত্রার জন্য পর্যাপ্ত সময় নিয়ে এয়ারপোর্টে যান না। সেক্ষেত্রে চেক ইন ও সিকিউরিটির জন্য সময় অনেকটাই কম থাকে। যার ফলে অনেক সময় কার্গোতে আপনার ব্যাগেজ লোডই হয় না। এই সমস্যা এড়াতে পারলে বেশ কিছুটা সময় নিয়ে এয়ারপোর্টে চেক ইন করুন। এতে আপনার ব্যাগ বা সুটকেস সঠিকভাবে ট্যাগ হয়ে বিমানে লোড হওয়ার জন্য সময় থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |