জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! একনজরে দেখুন RBI-র ছুটির তালিকা

Published on:

Bank Holidays

সৌভিক মুখার্জী, কলকাতা: মাস গড়ানোর আগেই চাকরিজীবিরা অপেক্ষা করেন ছুটির তালিকার (Bank Holidays) জন্য। আর যদি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত কাজ থাকে, তাহলে তো কথায় নেই। কারণ ব্যাঙ্কের ছুটির দিনগুলিতে সাধারণ মানুষের বহু কাজ থমকে যেতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, 2025 সালের জুন মাসে এবার মোট 12 দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। তবে হ্যাঁ, সব রাজ্যে কিন্তু ছুটি একসঙ্গে নয়। কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, চলুন সেটাই আজ জানিয়ে দিচ্ছি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জুন মাসের কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এবছরের জুন মাসে উৎসব বা অনুষ্ঠান মারফৎ যে ছুটিগুলি থাকবে, তা হল-

6 জুন, শুক্রবার- এদিন ঈদ-উল-জুহা উপলক্ষে তিরুবনন্তপুরম এবং কোচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

7 জুন, শনিবার- এদিন ঈদ-উল-জুহা উপলক্ষে বহু রাজ্যের বিভিন্ন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। তালিকায় থাকছে আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, গুয়াহাটি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দেরাদুন, চেন্নাই, লখনৌ, কলকাতা, কানপুর, জয়পুর, শিমলা, শ্রীনগর, রায়পুর, রাঁচি, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, কোহিমা, ইম্ফল, গুয়াহাটি এবং শিলং। 

11 জুন, বুধবার- সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে এদিন গ্যাংটক এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

27 জুন, শুক্রবার- রথযাত্রা উপলক্ষে ভুবনেশ্বর এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

30 জুন, সোমবার- রেমনা নিই উপলক্ষে এদিন আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ঘুরে গেল খেলা! নায়ার নন, পন্ডিতকে সরিয়ে এই বিশ্বজয়ী সুপারস্টারকে কোচ করতে চলেছে KKR!

সাপ্তাহিক ছুটি

জুন মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে 14 জুন সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি চতুর্থ শনিবার উপলক্ষে 28 জুন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পাশাপাশি জুন মাসে পড়ছে পাঁচটি রবিবার। সেই সূত্র ধরে 1, 8, 15, 22 ও 29 জুন দিনগুলিও ছুটি হিসেবে গণ্য করা হবে। ফলে পুরো মাসে এবার 12 দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

তবে হ্যাঁ, ছুটির দিনগুলিতে ব্যাঙ্কের অফিস বন্ধ থাকলেও গ্রাহকরা ডিজিটাল পরিষেবা খুব সহজেই চালিয়ে যেতে পারবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম সবকিছুই আগের মতো চালু থাকবে। ফলে লেনদেন, ব্যালেন্স চেক বা ইউপিআই পরিষেবার মতো কাজে সমস্যা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group