মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক! দেখে নিন একনজরে RBI-র ছুটির তালিকা

Published:

Updated:

Bank Holidays
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কাটাফাটা গরমে রীতিমতো হাসফাঁস করছে গোটা দেশ। আর এই গরমের মধ্যেই হাজির ইংরেজি ক্যালেন্ডারের পঞ্চম মাস মে। তবে যারা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত বা এই মাসে কোন আর্থিক লেনদেনের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই মে মাসে ছুটির তালিকা প্রকাশ করেছে।

সেই সূত্র ধরে এই মাসে ব্যাঙ্কের ছুটি (Bank Holidays) থাকছে মোট 12 দিন। তবে তার মধ্যে আবার সাপ্তাহিক ছুটি, এবং কিছু কিছু আঞ্চলিক উৎসব বা দিবস উপলক্ষে কিছু কিছু রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকছে। চলুন দেখে নেওয়া যাক, একনজরে মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা।

মে মাসে ব্যাঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা

  • 1 মে, শ্রমিক দিবস এবং মহারাষ্ট্র দিবস উপলক্ষে মহারাষ্ট্র সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
  • 4 মে, রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 9 মে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 10 মে, দ্বিতীয় শনিবার উপলক্ষে সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 11 মে, রবিবার উপলক্ষে সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 12 মে, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 16 মে, কিছু কিছু রাজ্যের রাজ্য দিবস উপলক্ষে আঞ্চলিক ছুটি থাকবে।
  • 18 মে, রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 24 মে, চতুর্থ শনিবার উপলক্ষে সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 25 মে, রবিবার উপলক্ষে সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 26 মে, কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 29 মে, মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষে কিছু কিছু রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

বাংলায় কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক?

যেহেতু ছুটির ধরন বিভিন্ন রাজ্য অনুযায়ী ভিন্ন, তাই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্যও গুরুত্বপূর্ণ কিছু ছুটি থাকছে। যেমন 1 মে, শ্রমিক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 9 মে, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 12 মে, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 26 মে, কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বাংলার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকছে। অর্থাৎ, মে মাসে পশ্চিমবঙ্গে 9 থেকে 10 দিন ব্যাঙ্কের কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মুখে চমক, ফের দাম কমল সোনার, জেনে নিন আজকের রেট

তাই আপনি যদি ব্যাঙ্কে গিয়ে কোন জরুরী কাজ সারবেন বলে ভেবে থাকেন, তাহলে আগেভাগেই দেখে নিন মে মাসের ছুটির তালিকা। নাহলে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হতে পারে। যদিও এখন প্রযুক্তির দৌলতে বাড়িতে বসেই সমস্ত কাজ সেরে ফেলা সম্ভব। তাও ছুটির তালিকায় নজর রাখা দরকার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join