বৈশাখী মণ্ডল, কলকাতাঃ জীবন থাকলে নানাধরনের সমস্যা আসা খুব স্বাভাবিক। কিন্তু সমস্যার থেকে মুক্তির পথটাও জানা উচিত। ফলে সমস্যার ধরণ অনুযায়ী সমাধান ভিন্ন হয়। এছাড়াও আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান আমরা জ্যোতিষশাস্ত্রে পেয়ে থাকি। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের নানা সমস্যার নানা টোটকা দিয়ে সাহায্য করে। এতে আমাদের জীবনের সমস্যা অনেকাংশে মুক্তি পেয়ে থাকে। আপনার বাড়িতে কী কোনো রূপোর গ্লাস (Silver Glass) আছে? আর সেই রূপোর গ্লাস কি আপনি আলমারি তে তুলে রেখেছেন যত্ন করে? তাহলে এখনি সেই রূপোর গ্লাসটি আলমারি থেকে বেড় করে ব্যবহার শুরু করুন। আসুন জেনে নি রূপোর গ্লাসে জল খেলে কি কি উপকার পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।
রূপোর গ্লাসে জল খাওয়ার উপকারিতা
১) জন্ম ছক অনুযায়ী চন্দ্রের অবস্থান আপনার খারাপ থাকলে রূপোর গ্লাসে জল খেলে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও জীবনের আটকে থাকা কাজটি তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়।
২) রূপোর গ্লাসে জল খেলে রাহু শান্ত থাকে ফলে জীবন বাধামুক্ত হয়।
৩) রূপোর গ্লাসে জল খেলে শুক্রগ্রহে শুভ ফল পাওয়া যায়। এতে জীবনে সুখ, সমৃদ্ধি ও বৈভব আসে। শুক্রগ্রহ মজবুত থাকলে জীবনে টাকা পয়সার অভাব হয়না।
৪) রূপোর গ্লাসে জল খেলে মানসিক চাপের মুক্তি ঘটে। কোনো কারণে মানসিক চাপ থাকলে তা দ্রুত মিটে যায়।
৫) রূপোর গ্লাসে জল খেলে করলে ধনসম্পত্তির প্রচুর পরিমাণে বৃদ্ধি লাভ ঘটে।
৬) বাচ্চারা রূপোর গ্লাসে জল খেলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং লেখাপড়ায় ভালো মন বসে।