সহবাসে ৫০০০, ডিভোর্স চাইলে ৪৫ লাখ! স্ত্রীর অত্যাচারের কাহিনী বয়ান ব্যাঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের

Published on:

bangalore divorce case

প্রীতি পোদ্দার, কলকাতা: বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায় যে দাম্পত্য জীবনে স্বামীরাই স্ত্রীদের নানা রকম অত্যাচার করে। অনেক স্বামী আবার মাদকাসক্ত হতে মারধর করে স্ত্রীদের উপর। পণ দেওয়া নিয়েও চলে নানা অশান্তি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে শুধু স্বামীরা নয় এখন স্ত্রীরাও উল্টে স্বামীদের ওপর অত্যাচার করে (Bengaluru Incident)। এমনকি মেরে ফেলতেও হাত কাঁপে না। আর এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হল এক অত্যাচারিত স্বামীর পোস্ট। যেখানে স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

জানা গিয়েছে ২০২২ সালে বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীকান্ত বিয়ে করে বিন্দুকে। কিন্তু বিবাহিত জীবন তাঁদের মোটেও আর বাকি ৫ দম্পতির মত সুখের ছিল না। শ্রীকান্তর স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বলতে কিছুই নেই কারণ, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক তো দূর, রাতে এক বিছানায় শুতেও স্ত্রী টাকা চায়। তাও আবার ৫ হাজার টাকা। শুধু তাই নয় বিন্দু নামের ওই মহিলা সন্তান নিতেও নারাজ। কারণ তিনি মনে করেন তাতে তাঁর ফিগার নষ্ট হয়ে যাবে। যদি সন্তান একান্তই নিতে হয় তাহলে দত্তক নিতে হবে। যদিও যুবক এই প্রস্তাবে নারাজ।

৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ

প্রতিদিন সন্তান নিয়েই শ্রীকান্ত এবং বিন্দুর মধ্যে ঝামেলা অশান্তি লেগেই রয়েছে। তাই শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নিতে চান তিনি। কিন্তু সেই ডিভোর্স নিয়েও জ্বালা। ডিভোর্স চাইলে শ্রীকান্তকে তাঁর স্ত্রী স্পষ্ট জানিয়ে দেয় যে তাঁকে ৪৫ লক্ষ টাকা দিতে হবে। যদি এই দাবি না মানে, তবে নিজের ক্ষতি করবে বলেও ভয় দেখায় বিন্দু। শ্রীকান্ত তাঁর পোস্টে এও অভিযোগ করেছে যে একাধিকবার যুবকের গায়ে হাত তুলেছে তাঁর স্ত্রী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ আর হবে না গুঁতোগুঁতি, ঠেলাঠেলি! হাওড়া স্টেশনের ভিড় কমাতে দারুণ পদক্ষেপ রেলের

এছাড়াও শ্রীকান্তর অভিযোগ যে তাঁর স্ত্রী নাকি গোপনাঙ্গে আঘাত করে মেরে ফেলতে চাওয়ার চেষ্টা করেছিল। এছাড়াও তিনি আরো বলেন যে ব্যক্তিগত জীবনের পাশাপাশি প্রফেশনাল জীবনেও তাঁর স্ত্রী কুপ্রভাব ফেলেছে। যুবক যখন ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতেন, তখন নাকি তাঁর স্ত্রী বিরক্ত করত। মিটিং চলাকালীন স্ত্রী জোরে গান বাজিয়ে নাচত। নিরুপায় হয়েই পুলিশে অভিযোগ জানায় যুবক। এদিকে, তাঁর স্ত্রীর দাবি শ্রীকান্ত নাকি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group