বৈশাখী মণ্ডল, কলকাতাঃ মাথার চুল সাধারণত সব মানুষের খুব সখের হয়। মাথা ভরা চুল সবাই চায়। কিন্তু আজকাল প্রতিটি মানুষের চুল কমবেশি ঝরে (Hair Loss) যাচ্ছে। ফলে অল্প বয়সীদের মাথায় টাক দেখা দিতে শুরু করেছে। বাজার চলতি অনেক বিজ্ঞাপন দেখে দামি দামি কেমিক্যাল ব্যবহার করেও লাভ কিছু হচ্ছে না। উপরন্তু কাড়ি কাড়ি টাকা নষ্ট হচ্ছে। এইবার আর চিন্তা নেই, রান্নাঘরের কিছু সব্জি দিয়েই এই অকাল চুল পড়া বন্ধ করতে পারবেন আপনিও। আসুন জেনে নিই।
চুল পড়া কমাবে পিঁয়াজ
আমাদের সবার রান্নাঘরে পিঁয়াজ থাকে। এই পিঁয়াজের রস দিয়েই উপকার পাবেন আপনি। এই পিঁয়াজের রস আপনার চুল পড়া রোধ করবে। শুধুমাত্র কিছু সহজ পদ্ধতি ব্যবহার করলেই পিঁয়াজের রসের সাহায্যে আপনার টাক পড়া বন্ধ হবে।
অ্যালোভেরার সাথে পিঁয়াজ
অ্যালোভেরার সাথে পিঁয়াজের রস ভালো করে মিশিয়ে সেই মিশ্রণটি মাথায় ব্যবহার করলেই দারুণ উপকার পাবেন।
পিঁয়াজের রসের সাথে লেবুর রস
পিঁয়াজের রসের সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এইবার সেই মিশ্রণটি ভালো করে মাথায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। ভালো উপকার পাবেন।
টক দই এর সাথে পিঁয়াজের রস
টক দই এর সাথে পিঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করুন। এই মিশ্রণটি সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন। চুল ঝরা বন্ধ হবে।
ল্যাভেন্ডার অয়েল
এছাড়াও এক চামচ ল্যাভেন্ডার অয়েল ব্যবহারে ভালো ফল পাবেন। মাত্র কিছুদিন নিয়মিত ব্যবহার করুন ফল হাতেনাতে পেয়ে যাবেন।