AC ব্যবহারে নির্দিষ্ট তাপমাত্রা নির্ধারিত করতে চলেছে কেন্দ্র সরকার

Published on:

ac

সৌভিক মুখার্জী, কলকাতা: যে হারে গরমের দাপট বাড়ছে, তাতে এসি (Air Conditioner) ছাড়া টেকা যেন দুষ্কর হয়ে পড়ছে। তবে এবার সেই যন্ত্রকেই নিয়ন্ত্রণ করতে চলেছে কেন্দ্র সরকার। এবার থেকে আর আপনার ঘর বা গাড়িকে ইচ্ছামত ঠান্ডা করতে পারবেন না। হ্যাঁ, কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার এসির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে আর কোনোভাবেই নামানো যাবে না, আর সর্বোচ্চ সীমাও থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস।

বলে রাখি, এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, কেন্দ্রীয় আবাসন এবং নগরায়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। তিনি জানান, এই পদক্ষেপ বিদ্যুতের অপচয় রুখবে এবং বিদ্যুতের বিলের পরিমাণও কমাবে। আর এই খবর সামনে আসতেই চমকে দিয়েছে অনেকে। কারণ দীর্ঘদিন ধরে ছাড়া 16 ডিগ্রিতে এসি চালাতে অভ্যস্ত, তাদের কপালে এবার চিন্তার ভাঁজ পড়েছে।

কেন নেওয়া হল এরকম সিদ্ধান্ত?

সাধারণ মানুষের মনের মধ্যে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। একদিকে দিনের পর দিন গ্রীষ্মের দাবদহ বাড়ছে, অন্যদিকে হঠাৎ করে এসি ব্যবহারের সীমা বেঁধে দেওয়া হলো। কিন্তু কেন? বিশেষজ্ঞরা মনে করছে, বর্তমানে লাগামছাড়া বাড়ছে এসির ব্যবহার। বাড়ি অফিস তো বটেই, বরং এখন গাড়ি, ট্রেন, বাস সব জায়গায় এসি ব্যবহার হচ্ছে।

আর এতে করে বিদ্যুৎ ব্যবস্থার উপরেও পড়ছে বাড়তি চাপ। এমনকি কার্বন নিঃসরণের ফলে পরিবেশ দূষণ হচ্ছে। শুধু তাই নয়, বিদ্যুতের বিলও আসছে লাগামছাড়া। আর সরকার মনে করছে, এই অবস্থায় যদি নিয়ম বেঁধে দেওয়া হয়, তাহলে সবদিক থেকেই সুরহা মিলবে।

2020-তেই মিলেছিল ইঙ্গিত

বলে রাখি, এই সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে আসেনি। 2020 সালে ভারতীয় জ্বালানি দক্ষতা ব্যুরো (BEE) এক নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল যে, এসির ডিফল্ট তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। তবে সে সময় তা বাধ্যতামূলক ছিল না। কেউ চাইলে মানতে পারতো, আবার কেউ না চাইলে মানতো না। তবে এবার এই বিষয়টিকে বাধ্যতামূলক করা হচ্ছে।

আরও পড়ুনঃ ব্যবসা বন্ধ হওয়ায় ভোলবদল! ভারতের সাথে বন্ধুত্ব চায় বাংলাদেশ, কিন্তু… বিরাট মন্তব্য ইউনূসের

কোথায় কোথায় প্রযোজ্য হবে নিয়ম?

জানিয়ে রাখি, এই নির্দেশিকা কোনও একটি নির্দিষ্ট জায়গার জন্য নয়, বরং গোটা দেশেই কার্যকর হবে। হ্যাঁ, প্রত্যেকটি বাড়ি-ঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন অফিস- দোকান বা মল, এমনকি পরিবহন ব্যবস্থা যেমন বাস, ট্রেন, প্রাইভেট গাড়ি, সবক্ষেত্রেই এবার তাপমাত্রার সীমা বজায় রাখতে হবে।

তবে এখন প্রশ্ন উঠছে, এসি নির্মাতা কোম্পানিগুলো কীভাবে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেবে? অনেক ব্র্যান্ড হয়তো এখন নতুন মডেলে তাপমাত্রা সীমা বাই-ডিফল্ট করে দেবে। তবে পুরনো মডেলগুলোর ক্ষেত্রে ফার্মওয়্যার আপডেট বা সফটওয়্যার নিয়ন্ত্রণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন দেখার এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥