সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) নিরাপত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল পূর্ব রেল। শিয়ালদা এবং ভাগলপুর স্টেশনে বসানো হচ্ছে এবার দেশের প্রথম ‘মেক ইন ইন্ডিয়া’-র বড় টানেল আকৃতির স্ক্যানার 180180D মডেল। সূত্রের খবর, এই আধুনিক প্রযুক্তিটি তৈরি করেছে দেশীয় সংস্থা Vehant Technologies। জানা যাচ্ছে এই সংস্থাটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা স্ক্যানিং সরঞ্জাম তৈরি করে আসছে।
কী কাজ করবে এই স্ক্যানারটি?
ভারতের অধিকাংশ রেল স্টেশনে এতদিন ব্যবহার করা হতো সিঙ্গেল ভিউ স্ক্যানার। ছোট ব্যাগ বা পার্সেলের ক্ষেত্রে এটি যথেষ্ট ছিল। তবে বড় আকারের কার্গো প্যাকেজের জন্য যাত্রীদের বিপাকের মধ্যে ফেলে দিত এই স্ক্যানার। তবে দেশের অর্থনৈতিক এবং পণ্য পরিবহনের গতি যে হারে বাড়ছে, তাতে নির্ভুল স্ক্যানিং-র প্রয়োজন পড়ছে। আর এখানেই 180180D এর কামাল। 180180D মডেল স্ক্যানারটি বড় টানেল আকৃতির হওয়ায় বিশাল এবং ভারী প্যাকেজ স্ক্যান করতে যাত্রীদের কোনোরকম সমস্যা ফেলবে না।
দায়িত্ব বাড়ছে আরপিএফের
ইস্টার্ন রেলওয়ের এই নয়া প্রযুক্তি শুধুমাত্র প্রযুক্তিগত দিক থেকে নয়, বরং নিরাপত্তার দিক থেকেও বিরাট উন্নয়ন। প্রতিটি কার্গো এখন স্টেশনের ভিতরে প্রবেশ করার আগে এই স্ক্যানার দিয়ে যাচাই করা হবে। এর ফলে যেকোনো সন্দেহজনক পণ্য বা অবৈধ সামগ্রী রেলচত্বরে প্রবেশ করার আগেই হাতেনাতে ধরা পড়বে।
সূত্রের খবর, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের কর্মীদের এই যন্ত্র পরিচালনা এবং পর্যবেক্ষণ করার দায়িত্ব দিয়েছে পূর্ব রেল। ফলে মেশিনটি ব্যবহার করতে তেমন কোনো জটিলতা দেখা যাবে না।
কারা উপকৃত হবেন?
ইস্টার্ন রেলওয়ের এই নয়া প্রযুক্তির সুবিধায় শুধুমাত্র ভারতীয় রেল বা সরকার নয়, বরং সাধারণ যাত্রীরাও বিরাট উপকৃত হবেন। যেমন দ্রুত স্ক্যানিং হলে সাধারণ যাত্রীদের সময় অনেকটাই বেঁচে যাবে। পাশাপাশি নির্ভুল স্ক্যানের মাধ্যমে স্টেশনের জট কমবে এবং কোনও অনৈতিক কার্যকলাপ হবে না। পাশাপাশি আধুনিক অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে এই স্ক্যানারে সন্দেহজনক ব্যক্তিকে খুব সহজেই চিহ্নিত করা যাবে।
আরও পড়ুনঃ এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি কতগুলি স্টেশন হবে? দেখুন রুট ম্যাপ
শিয়ালদা এবং ভাগলপুর স্টেশনে পরীক্ষামূলকভাবে এই নয়া প্রযুক্তি বসানোর মাধ্যমে পূর্ব রেলওয়ে বিরাট নজির গড়ল। এমনকি ভবিষ্যতে দেশের আরও গুরুত্বপূর্ণ কার্গো স্টেশনে এই ধরনের প্রযুক্তি বসানো হবে বলেই ইঙ্গিত দিয়েছে ভারতীয় রেল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |