1st AC কোচে চাদর, তোয়ালে চুরি করে হাতেনাতে ধরা পড়ল যাত্রীরা! ভাইরাল ভিডিও

Published on:

Caught stealing bed sheets, towels from Express train Viral Video

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এসি কোচে ভ্রমণের সময় রেলের তরফে দেওয়া বালিশ, তোয়ালে এমনকি বেডশিট চুরির অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক পরিবার এসি কোচের তোয়ালে, বেডশিট সহ রেলের বেশ কিছু জিনিস চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। ঘটনাটি পুরি থেকে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেসের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দেবব্রত সাহু নামুক এক ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এক্সপ্রেস ট্রেন। তার পাশেই প্লাটফর্মে একটি পরিবার ব্যাগ থেকে বিছানার চাদর, বালিশ, কম্বল সহ রেলের তরফে দেওয়া বেশ কিছু জিনিস বের করছেন। ভিডিওটিতে দাবি করা হয়েছে, ওই পরিবারটি পুরি থেকে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেসের এসি কোচে ভ্রমণের পর রেলের তরফে দেওয়া বালিশ, বিছানার চাদর, কম্বল সহ বেশ কিছু জিনিস চুরি করেছিলেন।

ভিডিও সূত্রে খবর, রেলকর্মীদের তৎপরতায় ওই পরিবারটিকে হাতেনাতে ধরে ফেলেন পুরুষোত্তম এক্সপ্রেসে কর্মরত টিটিইরা। শুরুর দিকে ওই পরিবারটিকে দেখে খানিকটা সন্দেহ হয়েছিল কর্মীদের। এরপরই তাদের চাপ দেওয়া হলে ব্যাগ থেকে একে একে রেলের তরফে এসি কামরায় দেওয়া বালিশ, চাদর সহ তোয়ালের 4টি সেট ফিরিয়ে দেন অভিযুক্ত যাত্রীরা।

আজব দাবি যাত্রীদের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে অভিযুক্ত পরিবারটির দুই ছেলেকে বলতে শোনা যায়, মা ভুল করেই চাদরগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল। আমরাও এটা জানতাম না। উনি আসলে না বুঝেই এই কাজ করেছেন। যদিও অভিযুক্ত যাত্রীদের দাবি উড়িয়ে দিয়েছেন রেলকর্মীরা। তাঁদের একাংশের বক্তব্য, ইচ্ছে করেই রেলের তরফে দেওয়া তোয়ালে ও চাদরের সেট ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলেন তারা। তবে ওই পরিবারটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ কিংবা অভিযুক্তদের জরিমানা করা হয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য মেলেনি।

 

অবশ্যই পড়ুন: বিকেল ৫টায় GST সহ এই ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী

নেট নাগরিকদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ার পাতায় ট্রেনের এসি কামরা থেকে চাদর, তোয়ালে এমনকি বালিশ চুরির ঘটনাটি চাক্ষুষ করার পর নেট নাগরিকদের একটা বড় অংশ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিবারটির এমন কর্মকাণ্ডে এক নেট নাগরিক লিখেছেন, মানুষ কতটা নিচে নামতে পারে! এগুলো যাত্রীদের স্বাচ্ছন্দের জন্য দেওয়া হয়, চুরি করার জন্য নয়। ভিডিওটি দেখার পর আরেক নেট নাগরিকের বক্তব্য, যে কেউ কীভাবে রেলের জিনিস চুরি করে নিয়ে যেতে পারে! রেল কর্মীদের সতর্ক থাকা উচিত। সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেট পাড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥