সৌভিক মুখার্জী, কলকাতা: 5 টাকার সিগারেট এবার পৌঁছবে 10 টাকায়! মদের দাম আরও ঊর্ধ্বগতিতে ঠেকবে। হ্যাঁ, জিএসটি নিয়ে কেন্দ্র সরকার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে। যার প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটের উপর। তো চলুন দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যের দাম বাড়বে এবং সাধারণ মানুষ ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হবে।
বলে দিই জিএসটি’র আওতায় থাকা কমপেনসেশন সেসের (Compensation Cess) মেয়াদ আগামী 2026-এর মার্চ মাসে শেষ হচ্ছে। আর এই অতিরিক্ত কর ব্যবস্থা সরিয়ে নয়া সেস চালুর কথা ভাবছে কেন্দ্র সরকার, যার নাম হবে হেলথ এন্ড এনার্জি সেস। আর এই সেস মূলত তামাকজাত পণ্য যেমন সিগারেট, গুটকা, খৈনি ইত্যাদির উপরেই বসবে। পাশাপাশি কয়লার মতো জ্বালানি এবং গাড়ির উপরেও অতিরিক্ত কর বসানো হতে পারে।
কী এই কমপেনসেশন সেস?
যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, কমপেনসেশন সে হল একটি কর ব্যবস্থা, যা জিএসটি’র উপরে বসানো হয়। তবে হ্যাঁ, নির্দিষ্ট কিছু পণ্যের উপরের এই অতিরিক্ত ট্যাক্স দিতে হয়। 2017 সালে কেন্দ্র সরকার এই কর ব্যবস্থা চালু করেছিল। রাজ্যগুলির রাজস্ব ক্ষতিপূরণ মেটানোর জন্যই এই কমপেনসেশন সেস। তবে হ্যাঁ, এর মেয়াদ ছিল পাঁচ বছর। কিন্তু 2022 সালে মেয়াদ বাড়িয়ে আবারও 2026 সালের মার্চ মাস পর্যন্ত করা হয়েছিল।
কোন কোন পণ্যের দাম চড়তে চলেছে?
এখনও পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ খবর, সিন গুডস, অর্থাৎ শরীরের জন্য যে সমস্ত পণ্যগুলি ক্ষতিকারক, সেগুলির উপর এই অতিরিক্ত ট্যাক্স বসানো হবে। হিসাব বলছে, 28 শতাংশ জিএসটি’র আওতায় পড়বে মদ, সিগারেট এবং তামাকজাত বিভিন্ন পণ্য। পাশাপাশি ক্লিন এনার্জি সেস বসতে চলেছে কয়লার মতো জ্বালানি এবং দামি গাড়ির উপর।
আরও পড়ুনঃ ‘সময় নষ্ট করতেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে পিটিশন’, DA মামলায় গুরুতর অভিযোগ
কবে থেকে কার্যকর হবে এই নিয়ম?
বেশ কয়েকটি সূত্র বলছে, চলতি মাসের শেষেই অনুষ্ঠিত হতে চলেছে মন্ত্রিসভার বৈঠক। আর সেখানেই এই সেস বা কর ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। তবে হ্যাঁ, তামাকজাত পণ্য এবং দামি গাড়ির উপর কর বসানো ইতিমধ্যেই প্রায় নিশ্চিত। এখন দেখার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং মধ্যবিত্তরা কীভাবে প্রভাবিত হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |