২ নাকি ৩ কবে পড়ছে ভাইফোঁটা? জেনে নিন সঠিক দিন এবং শুভ মুহূর্ত

Published on:

bhai phonta 2024

প্রীতি পোদ্দার, কলকাতা: শাস্ত্র অনুযায়ী দীপাবলির দু’দিন পর কার্তিক শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়। যা ভ্রাতৃ দ্বিতীয়া বা যম দ্বিতীয়া নামে পরিচিত। এই উৎসব উত্তর ভারতে ভাই দুজ হিসেবে পালন করা হয়। আসলে এই সংস্কৃতির মাধ্যমে ভাইয়ের কপালে বোন বা দিদি ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ুর কামনা করে। তাইতো এ দিন নিয়ম মেনে ভাইকে ভোঁটা দিলে, যমের ভয় থেকে মুক্ত হওয়া যায়। অনেকেই আবার এই উৎসব শুক্লপক্ষের প্রতিপদের দিনও উদযাপন করে। কিন্তু এ বছর কবে ভাই-ফোঁটা তা নিয়ে বিভ্রান্তি রয়ে গিয়েছে সকলের মনে। তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক ভাই ফোঁটার তারিখ ও মাহাত্ম্য নিয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইফোঁটার মাহাত্ম্য

হিন্দু ধর্মে ভাই ফোঁটার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই-বোনের মধ্যে ভালোবাসা, সমর্পণের উৎসব এটি। এই তিথিতে ভাইয়ের মাথায় চন্দনের ফোঁটা দেন বোনেরা। আবার এ-ও মনে করা হয় যে ভাই-বোন যদি যমুনা নদীর পাশে বসে ভোজন করে, তা হলে জীবন সমৃদ্ধ হয়। কিন্তু এর পাশাপাশি পুরাণে একটি গল্প আছে। গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটকে এই পার্বণ ‘ভাইবিজ’ নামে পালিত হয়। আবার দার্জিলিং ও নেপালে এই উৎসব পরিচিত হয় ভাইটিকা নামে।

চলতি বছর কবে পড়ছে ভাইফোঁটা? Vaiphota 2024

চলতি বছর ভ্রাতৃ দ্বিতীয়া পড়ছে ৩ নভেম্বর, রবিবার অর্থাৎ ১৭ কার্তিক, ১৪৩১। প্রতিপদ হবে ১ নভেম্বর, শুক্রবার অর্থাৎ ১৫ কার্তিক, ১৪৩১। ওইদিন সন্ধ্যা ৫টা ৮ মিনিটে থেকে পরের দিন অর্থাৎ ২ নভেম্বর, শনিবার অর্থাৎ ১৬ কার্তিক, ১৪৩১ রাত ৬ টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে তিথি। অন্যদিকে প্রথমা শেষে হতেই শুরু হয় দ্বিতীয়া। অর্থাৎ ২ নভেম্বর, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১ সালে রাত ৬ টা ৫৩ মিনিট থেকে শুরু হবে। এবং দ্বিতীয়া শেষ হবে ৩ নভেম্বর রবিবার অর্থাৎ ১৭ কার্তিক ১৪৩১। সেদিন রাত ৮ টা ১২ মিনিট পর্যন্ত থাকবে দ্বিতীয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group