প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এক উৎসব শেষ হতে না হতেই আরেক উৎসব হাজির হয়ে যায়। হিন্দু ধর্মে এই প্রত্যেক উৎসবের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের বেশি পছন্দ রঙের উৎসব অর্থাৎ দোল উৎসব (Dol Utsab)। তবে এই উৎসব শুধু বাঙালি নয়, ভারতবর্ষের প্রতিটি কোণায় পালন করা হয় মহা সমারোহে।
দোল পূর্ণিমার মাহাত্ম্য | Dol Purnima Greatness |
বিশেষত এই দোল উৎসব পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেম উদযাপনের মাধ্যমে। তাইতো এদিন রাধা-কৃষ্ণের পুজো করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তাইতো মথুরা, বৃন্দাবন, গোবর্ধন, গোকুলে খুব আড়ম্বর সহকারে দোল উৎসব পালিত হয়। এই জায়গাগুলিতে, এক মাস আগে থেকে শুরু হয় দোল উদযাপন।
কবে পড়ছে দোল পূর্ণিমা? | Dol Purnima 2025 Date, Tithi |
সনাতন ধর্মের রীতি অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয়ে থাকে। তাই সেই নিয়ম মেনেই এই বছরও অর্থাৎ ২০২৫ এর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হবে। আগামী ১৩ মার্চ অর্থাৎ ২৮ ফাল্গুন, ১৪৩১ সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হবে দোলের পূর্ণিমা তিথি। যা স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ ১৪ মার্চ অর্থাৎ ২৯ ফাল্গুন,১৪৩১ দুপুর ১২টা ২৩ মিনিট পর্যন্ত। তাহলে হিসেবে অনুযায়ী দোল উৎসব পালন করা হবে আগামী ১৪ মার্চ। এবং ১৩ মার্চ সকাল ১০.৩৫ মিনিট পর্যন্ত পালন করা হবে হোলিকা দহনের পালা।
আরও পড়ুনঃ ১২৬৭ পদে নিয়োগ, গ্র্যাজুয়েটদের জন্য ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, সহজেই আবেদন
হোলি কবে পড়ছে? Holi 2025 Date, Tithi |
জানা গিয়েছে তিথি অনুযায়ী আগামী ১৩ মার্চ হোলিকা দহনের শুভ সময় রাত ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। আসলে দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়ার চল রয়েছে বাঙালিদের কাছে৷ বছরের পর বছর ধরে দোলের আগের দিন এই প্রথা হয়ে আসছে৷ এমনকি বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার৷ বাইরে এই ন্যাড়াপোড়াকেই হোলিকা দহন হিসেবে জেনে থাকে সকলে৷
আরও পড়ুনঃ DA না বাড়লেও কপাল খুলতে চলেছে শিক্ষকদের, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
অন্যদিকে হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ। এদিকে দোলের দিন পড়বে চন্দ্রগ্রহণ। পঞ্জিকা অনুযায়ী জানা গিয়েছে ১৪ মার্চ সকাল ৯.২৯ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। এবং গ্রহণ শেষ হবে দুপুর ১.০১ মিনিটে।