Indiahood-nabobarsho

পঞ্জিকা অনুযায়ী কবে, কখন করবেন মা লক্ষ্মীর পুজো? জেনে নিন তিথি, শুভক্ষণ

Published on:

lakshmi puja 2024

প্রীতি পোদ্দার: আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। আর এই পূর্ণিমা তিথিতেই আরাধনা করা হয় মা লক্ষ্মীর। হিন্দু শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে এই পূণ্যতিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী। এ দিন পুরো ১৬ কলায় পূর্ণ হয় চাঁদ। মনে করা হয় চাঁদের আলোয় এ দিন মধু ঝরে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্ত্যলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক চলতি বছর কবে কখন হবে কোজাগরী লক্ষ্মী পুজো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা

সন্ধ্যায় পুজো করে সারারাত জেগে থাকার রীতিই হল কোজাগরী-রীতি। ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ শব্দবন্ধ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ শব্দের অর্থ জেগে আছ। অর্থাৎ, কে জেগে আছ? কথিত রয়েছে, এই পূর্ণিমার রাতে নাকি দেবী লক্ষ্মী জগৎ পরিক্রমায় বেরোয়। এবং তখন তিনি দেখেন, কেউ সারারাত জেগে আছেন কিনা। অনেকে আবার বলেন, কোজাগরী পূর্ণিমা রাতে যে জেগে থাকেন এবং মায়ের আরাধনা করেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন। তাইতো এদিন বাংলার প্রতিটি ঘরে ঘরে মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে।

এ বছর লক্ষ্মী পুজো তিথি দুই দিন পড়েছে। তাই অনেকের মনে ধন্দ জেগেছে যে কবে পুজো করা উচিত। বিশুদ্ধ ও গুপ্তপ্রেস , উভয় পঞ্জিকা অনুসারেই আগামী ১৬ অক্টোবর, ২৯ আশ্বিন, বুধবার লক্ষ্মী পুজোর তিথি শুরু হচ্ছে যেটি কিনা ৩০ আশ্বিন, ১৭ অক্টোবর, বৃহস্পতিবার শেষ হচ্ছে। তাই সেক্ষেত্রে যাঁরা রাত জেগে পুজো করেন, তাঁরা বুধবার রাতটিকেই বেছে নেবেন। অন্যদিকে যাঁরা সূর্যোদয় ধরে তিথি মানেন, তাঁরা বৃহস্পতিবার পুজো করতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পুজোর শুভ সময়

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি আরম্ভ ১৬ অক্টোবর, বুধবার। ওইদিন রাত ৮টা ৪২ মিনিটে পূর্ণিমা পড়বে। আর পরদিন বিকেল ৪টে ৫৬ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। অন্যদিকে গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে, বুধবার পূর্ণিমা তিথি আরম্ভ ১৬ অক্টোবর, বুধবার রাত ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে। এবং পূর্ণিমা তিথি শেষ হবে ১৭ অক্টোবর, বৃহস্পতিবার, সন্ধ্যা ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group