প্রীতি পোদ্দার: জীবনের নানা নীতিকথা নিয়ে অনেক পণ্ডিত তাঁদের মতামত প্রেরণ করে থাকেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন আচার্য চাণক্য (Chanakya)। তিনি ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত। জীবনের নানা দিক নিয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে থাকেন তিনি। তেমনই জীবনে উন্নতি করতে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ থেকে দূরে থাকা শ্রেয় সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়ে গিয়েছেন তিনি। যা জীবনে সাফল্য পাওয়ার চাবিকাঠি হিসেবে বলে মনে করা হয়। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক আচার্য চাণক্য এর কিছু শ্রেষ্ঠ উপদেশ যা মেনে চললে কম সময় জীবনে অনেক বেশি উন্নতি আসবে।
কর্ম এবং গুণের জোরে জীবনে উন্নতি!
আচার্য চাণক্য বলেছেন, সবসময় মানুষ তার নিজের কর্ম ও চারিত্রিক গুণের জোরেই সকলের কাছে মহান হয়ে ওঠেন। একজন জ্ঞানী মানুষ হয়তো দরিদ্র হতে পারেন, কিন্তু তিনি মূর্খ ধনীদের থেকে অনেক উন্নত হতে পারেন যদি তার কাজ এবং চরিত্র গুণ সঠিক থাকে। এছাড়াও মুখের ভাষা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে সমাজে যথেষ্ট সন্মান এবং প্রতিপত্তি বাড়বে। তাই শুধু অর্থ, সম্পদ ও প্রতিপত্তি লাভ করলেই কারোর পক্ষে মহান হওয়া সম্ভব নয়।
সদা সত্য কথা বলা
জীবনে উন্নতি লাভ করার অন্যতম পন্থা হল সবসময় সত্যের পথে হাঁটা। মনে রাখতে হবে সত্যকে ছোট করে যদি কেউ মিথ্যের আশ্রয় নেয় তাহলে যে সাফল্য পাওয়া যায় সেটি কখনোই চিরস্থায়ী হয় না। একদিন না একদিন সবটাই ধ্বংস হয়ে যায়। কিন্তু কেউ যদি সত্যকে সবসময় ঊর্ধ্বে রেখে জীবনে এগিয়ে যায় তাহলে তার সাফল্য লাভে কোনো বাঁধা আসে না।
সঠিক সময়ে সঠিক কাজ
কোনও কাজ করার সঠিক স্থান, সময় ও অর্থ উপার্জনের সঠিক উপায় বেছে নিতে হয়। এর পাশাপাশি কোনও কাজ কালকের জন্য ফেলে রাখতে নিষেধ করে গিয়েছেন চাণক্য। তিনি বলেছেন, যখনই আপনি কোনও কাজ কাল করবেন বলে সরিয়ে রাখলেন, তখনই আপনি সাফল্যের থেকে একধাপ দূরে সরে গেলেন। তাই সমস্ত দিক বিবেচনা করে জীবনে এগিয়ে যেতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |