আপনার আধার কার্ড আসল তো? যাচাই করুন এই সহজ উপায়ে

Published on:

Check the method to verify the original Aadhaar card

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একাধিক পদক্ষেপ সত্ত্বেও বিগত বছরগুলিতে দেশে ক্রমশ বেড়েছে জাল আধার কার্ড চক্রের বাড়বাড়ন্ত। বিভিন্ন সময়ে ভুয়ো নথি দেখিয়ে জাল আধার কার্ড তৈরির ঘটনায় শিরোনামে উঠে এসেছে বহু অজানা নাম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেশে যাতে আর জাল আধার কার্ড চক্র জাল বিস্তার করতে না পারে, তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিন্তু তাতেও দুর্বৃত্তদের বাড়াবাড়ি আটকানো গেছে কি? সরকারি প্রকল্পের টাকা নেওয়ার ক্ষেত্রেও উঠে আসছে জাল আধার কার্ড চক্রের প্রসঙ্গ।

এবার সেই সব কারণকে মাথায় রেখেই দেশ থেকে জাল আধার কার্ডের ব্যাধি দূর করতে ময়দানে নেমেছে UIDAI। সদ্য একটি নোটিস জারি করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, কীভাবে আধার কার্ডের বৈধতা যাচাই করবেন সে বিষয়ে। আজকের প্রতিবেদনে রইল সেই তথ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আধার কার্ড আসল না নকল, যাচাই করুন এই উপায়ে

UIDAI বলছে, আধার কার্ড আসল না নকল তা যাচাই করা যায় একদম সহজ পদ্ধতিতে। এজন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহজ পদ্ধতি QR কোড স্ক্যান। হ্যাঁ, আধার সে ডাউনলোড করা হোক কিংবা ফিজিক্যাল বা সম্পূর্ণ ভুয়ো, প্রত্যেকটির ক্ষেত্রেই একটি QR কোড থাকে।

যেখানে মূলত একজন ব্যক্তির নাম থেকে শুরু করে জন্মতারিখ, ছবিসহ প্রয়োজনীয় তথ্য এনক্রিপ্ট করা হয়। আধার কার্ড আসল নাকি নকল তা যাচাই করতে UIDAI অ্যাপে ওই QR স্ক্যান করে তা বুঝতে পারবেন আপনি! আধার কার্ড যদি আসল হয় তবে কার্ডে মুদ্রিত বিবরণের সাথে স্ক্যান করার পর সামনে আসা বিবর গুলি মিলে যাবে।

UIDAI-এর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, mAadhaar অ্যাপ বা ওয়েবসাইট থেকে কার্ডের QR কোড স্ক্যান করার ক্ষেত্রে মনে রাখতে হবে, কার্ডের QR কোড যদি স্ক্যান যোগ্য না হয় অথবা স্ক্যান করার পর ভুল তথ্য দেয় অর্থাৎ যা কার্ডে মুদ্রিত বিবরণের সাথে মিলছে না, তবে বুঝতে হবে ওই আধার কার্ড সম্পূর্ণ জাল।

অবশ্যই পড়ুন: জুয়ার নেশায় BCCI-র অফিস থেকে ৬.৫২ লক্ষ টাকার IPL জার্সি চুরি! গ্রেফতার নিরাপত্তারক্ষী

উল্লেখ্য, UIDAI-এর পরামর্শ, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম অথবা মেসেজিং অ্যাপ বা ইমেল মারফত ছবি বা PDF আকারে পাওয়া আধার কার্ডগুলি ব্যবহার করা কখনই উচিত নয়। আসলে জালিয়াতরা, ইলেকট্রনিক ফাইলগুলি সঙ্গে আধার কার্ডটিকে এমনভাবে জুড়ে দেয়, যা আদতে নকল হলেও তা আসলের মতো দেখায়। তাই আধার কার্ড ব্যবহারের আগে QR কোড স্ক্যানের মাধ্যমে তা যাচাই করে নেওয়া উচিত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group