এরা আর করতে পারবে না অনলাইনে গ্যাস সিলিন্ডার বুক! LPG বুকিংয়ে নয়া নিয়ম

Published on:

LPG Gas Cylinder

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে এখন প্রত্যেকের হাতে থাকে স্মার্ট ফোন। যার ফলে এখন প্রতিটি কাজই হয়ে থাকে ডিজিটাল প্রসেসে। রিচার্জ থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট সবকিছু। এককথায় ইন্টারনেটের আবির্ভাবে অনেক কাজই সহজ হয়ে গেছে। তবে এবার সেই কাজে এবার এল বিরাট পরিবর্তন। জানা গিয়েছে এখন থেকে LPG গ্রাহকরা (LPG Gas Cylinder) নাকি আর অনলাইনে ‘গ্যাস সিলিন্ডার’ বুক করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অনলাইনে করা যাবে না বুকিং!

আগে গ্যাস বুকিংয়ের জন্য বেশ কয়েকদিন নতুন গ্যাস আসার অপেক্ষা করতে হত। যদিও পড়ে ফোন কলের মাধ্যমে অথবা অনেক গ্যাস সংস্থা হোয়াটসঅ্যাপে গ্যাস সিলিন্ডার বুকিং করার সুবিধা এনে দিয়েছে। তবে সেই সুবিধাতেও এবার কোপ পড়তে চলেছে।

জানা গিয়েছে, LPG গ্রাহকদের আর দেওয়া হবে না অনলাইন বুকিং পরিষেবা। কারণ বেশ কয়েকবার LPG গ্রাহকদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু শতবার বলার পরেই অনেকেই সেই কাজ করেনি। তাই এবার এই পদক্ষেপ নিল সংস্থা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন বন্ধ হল এই পরিষেবা?

জানা গিয়েছে, বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে ই-কেওয়াইসি করে নেওয়ার জন্য গ্রাহকদের মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এখনও ৪৭ শতাংশ গ্রাহক ই-কেওয়াইসি করেননি। সব মিলিয়ে মাত্র ১ লক্ষ ৯০ হাজার গ্রাহক কেওয়াইসি করেছেন। এখনও বাকি থেকে গেছে ১ লক্ষ ৭০ হাজার গ্রাহক।

আসলে প্রতিটি এলপিজি গ্রাহকের জন্য ই-কেওয়াইসি করা আবশ্যক কারণ এর মাধ্যমে সঠিক গ্রাহকদের চিহ্নিত করা যায় এবং সময়মতো সিলিন্ডার নিশ্চিত করা যায়। তাই পুনরায় তাঁদের ই-কেওয়াইসি করার জন্য বার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভিড়ে ঠাঁসাঠাসির দিন শেষ! শিয়ালদা ডিভিশনে বাড়ল ট্রেন, টাইমটেবিল দিল পূর্ব রেল

কীভাবে করবেন E-KYC?

অনলাইন এবং অফলাইন দুইভাবেই ই-কেওয়াইসি করা যায়। অনলাইনে কেউ করতে চাইলে প্রথমে www.mylpg.in ওয়েবসাইট খুলে LPG Subscription Id তে আইডিটা লিখে লগ ইন করতে হবে। এরপর আপনার গ্যাস কানেকশনের সব তথ্য দেখতে পাবেন স্ক্রিনে। Aadhar Authentication Option এ ক্লিক করে আপনার আধার নম্বরের শেষ ৪টি সংখ্যা দেখে মিলিয়ে captcha code বসিয়ে সাবমিট করে নিতে হবে।

সঠিক OTP লিখলেই authentication সম্পূর্ণ হবে। তাহলেই আপনার e-KYC সম্পূর্ণ হয়ে গিয়েছে। এছাড়াও অফিসে গিয়ে আপনি KYC নথি জমা করতেই পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group